ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইউরোপা লিগে শেষ ষোলো চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
ইউরোপা লিগে শেষ ষোলো চূড়ান্ত ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের পর ইউরোপিয়ান ফুটবল শ্রেষ্ঠত্বের আরেক জমজমাট আসর ইউরোপা লিগের শেষ ষোলো চূড়ান্ত। শিরোপা প্রত্যাশী আর্সেনাল, বুরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান, অ্যাতলেতিকো মাদ্রিদ কোয়ার্টার ফাইনালের মিশনে চোখ রাখছে। বিদায় নিয়েছে ইতালিয়ান জায়ান্ট নাপোলি।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সুইজারল্যান্ডের নিওনে শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে। আগামী ৮ মার্চ প্রথম লেগ ও কোয়ার্টার ফাইনাল নির্ধারণী ফিরতি পর্বের লড়াই মাঠে গড়াবে ১৫ মার্চ।

লেইপজিগের মাঠে ২-০ গোলে জিতেও হতাশায় ডুবেছে নাপোলি। প্রথম লেগে ৩-০ ব্যবধানের লজ্জাই পার্থক্য গড়ে দেয়। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ড্র হলেও অ্যাওয়ে গোলের সুবাদে ৩-৩ অ্যাগ্রিগেটে পরের রাউন্ডে পা রাখে জার্মান ক্লাবটি।

এমিরেটস স্টেডিয়ামে সুইডিশ ক্লাব ওস্তারসান্ডসের কাছে ২-১ গোলে হারের শিকার আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। প্রথম লেগের ৩-০ ব্যবধানের জয়ে মেলে রক্ষা। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে শেষ ষোলো নিশ্চিত হয় গানারদের।

ডেনমার্কে গিয়ে কোপেনহেগেনকে ৪-১ গোলে বিধ্বস্ত করার পর হোম ভেন্যুতে ন্যূনতম ব্যবধানের (১-০) জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাতলেতিকো। ইতালির আতালান্টায় বুরুশিয়ার ম্যাচ ১-১ সমতায় নিষ্পত্তি হয়। চূড়ান্ত ফলাফল ৪-৩ অ্যাগ্রিগেট (প্রথম লেগে ৩-২)।

শেষ ষোলোতে যারা উত্তীর্ণ হলো: আর্সেনাল, বুরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান, অ্যাতলেতিকো মাদ্রিদ, স্পোর্টিং লিসবন, অ্যাতলেতিক বিলবাও, অলিম্পিক লিঁও (ফ্রান্স), অলিম্পিক মার্শেই, লেইপজিগ, ল্যাজিও (ইতালি), সিএসকেএ মস্কো, লোকোমোটিভ মস্কো, জেনিত সেইন্ট পিটার্সবার্গ, রেড বুল সালজবার্গ (অস্ট্রিয়া), ভিক্টোরিয়া প্লাজেন (চেক প্রজাতন্ত্র), ডায়নামো কিয়েভ (ইউক্রেন)।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।