ঢাকা, শুক্রবার, ৭ আষাঢ় ১৪৩১, ২১ জুন ২০২৪, ১৩ জিলহজ ১৪৪৫

ফুটবল

হোটেল রুমে ইতালিয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
হোটেল রুমে ইতালিয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার ছবি:সংগৃহীত

ইতালিয়ান জাতীয় দলের ফুটবলার ডেভিড আস্তোরিকে হোটেল রুমে মৃত অবস্থায় পাওয়া গেছে। এমনটি নিশ্চিত করেছে সিরিআ লিগে খেলা তার ক্লাব ফিরোন্টিনা। জানা যায়, শনিবার সন্ধ্যায় ঘুমের ভিরতই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করা এই ডিফেন্ডারের মৃত্যু হয়।

এক বিবৃতিতে ফিরোন্টিনা জানায়, মর্মাহত ফিরোন্টিনা দুঃখের সঙ্গে জানাচ্ছে হঠাৎ অসুস্থ হয়ে ডেভিড আস্তোরির মৃত্যু হয়েছে। এই অবস্থায় আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমরা সবার থেকে সংবেদনশীলতা আশা করছি।

লিগের ম্যাচে ফিরোন্টিনার খেলার কথা ছিল উদিনিসের বিপক্ষে। তবে এমন ঘটনার পর পরবর্তী তারিখের ঘোষণা না দেওয়া পর্যন্ত ম্যাচটি স্থগিত করা হয়েছে। এছাড়া লিগের আরেক ম্যাচ জিওনা বনাম কাগলিয়ারির মধ্যকার খেলাটিও আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে।

৩১ বছর বয়সী আস্তোরি ২০১১ সাল থেকে ইতালি জাতীয় দলের হয়ে ১৪টি ম্যাচ খেলেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ০৪ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।