ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইন্ডিয়ান লিগে ‘গোলমেশিন’ সাবিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৮
ইন্ডিয়ান লিগে ‘গোলমেশিন’ সাবিনা ছবি: সংগৃহীত

ভারতে মহিলা ফুটবল লিগ মাতাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। প্রতিপক্ষের রক্ষণভাগে রীতিমতো ভীতি ছড়াচ্ছেন তিনি। সেথু এফসির জার্সিতে টানা দুই ম্যাচে জোড়া গোল করেছেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড।

শুক্রবারের (৬ এপ্রিল) ম্যাচে শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ইন্দিরা গান্ধী একাডেমির বিপক্ষে সাবিনার নৈপুণ্যে ৩-১ ব্যবধানের জয় পায় সেথু এফসি। প্রথমার্ধ ১-১ সমতা থাকার পর শেষদিকে পাঁচ মিনিটের দু’বার লক্ষ্যভেদ করে সতীর্থদের ‍উদযাপনের মধ্যমণি বনে যান।

সাবিনার আগমনে প্রথম ম্যাচ হারের পর টানা চার জয়ে উড়ছে সেথু এফসি। এ নিয়ে টুর্নামেন্টে ৬টি গোল করলেন সাবিনা। দু’দিন আগে ইন্ডিয়া রাস সকার ক্লাবের বিপক্ষে ৩-২ গোলে জেতা ম্যাচটিতেও জোড়া গোল আদায় করেন।

রাইজিং স্টুডেন্ট ও গোকুলাম এফসি ম্যাচেও জালের দেখা পেয়েছেন। ওই দুই ম্যাচেও জয় তুলে নেয় সাবিনার দল।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ৬ এপ্রিল, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।