ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

টানা তৃতীয় মেয়াদে সাফের সভাপতি সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
টানা তৃতীয় মেয়াদে সাফের সভাপতি সালাউদ্দিন টানা তৃতীয় মেয়াদে সাফের সভাপতি সালাউদ্দিন-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

টানা তৃতীয়বারের মতো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হলেন কাজী মো. সালাউদ্দিন। যদিও ঢাকায় অনুষ্ঠিত সাফের কংগ্রেস ও নির্বাচনে সভাপতি পদে সালাউদ্দিন ছিলেন একক প্রার্থী।

২০০৯ সালের অক্টোবর থেকে কাজী সালাউদ্দিন সাফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এর আগে সালাউদ্দিন তৃতীয়বারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

১৯৯৭ সালে সাফের প্রতিষ্ঠার পর এ সংগঠনের প্রথম সভাপতি ছিলেন ভারতের পি.পি লক্ষ্ণমানান। তিনি  ২০০১ পর্যন্ত দায়িত্বে ছিলেন। এরপর থেকে ২০০৯ পর্যন্ত সাফের সভাপতির দায়িত্ব পালন করেন নেপালের গনেশ থাপা।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।