ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চোট গুরুতর নয়, ফাইনালে খেলবেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, মে ৭, ২০১৮
চোট গুরুতর নয়, ফাইনালে খেলবেন রোনালদো ছবি: সংগৃহীত

ঢাকাঃ মৌসুমের শেষ এল ক্লাসিকো চলাকালীন পর্তুগিজ তারকা রোনালদোর ইনজুরিতে পড়া নিয়ে চিন্তায় পড়ে যান রিয়াল ভক্তরা। তবে তাদের জন্য সুসংবাদ দিলেন রোনালদো নিজেই। জানালেন, কিয়েভে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি। তার আগে অবশ্য রিয়ালের ফরাসি কোচ জিনেদিন জিদানও একই কথা বলেছিলেন।

রোববার (৬ মে) রাতে ক্যাম্প ন্যু’য়ে বছরের শেষ এল ক্লাসিকোতে মাঠে নামে দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সা তারকা লুইস সুয়ারেজের গোলে ম্যাচের নয় মিনিটেই এগিয়ে যায় কাতালান ক্লাবটি।

রিয়ালের কপালে দুর্ভোগ আছে বলে যারা ভেবে বসেছিলেন তাদের ভাবনায় কুঠারাঘাত করে মাত্র ৫ মিনিট পরেই করিম বেনজেমার পাস থেকে পায়ের আলতো টোকায় গোল করে দলকে সমতায় ফেরান সি আর সেভেন।  

কিন্তু বিপত্তিটা ঘটে তখনই। বার্সার রক্ষণের সেনানী জেরার্ড পিকের সাথে সংঘর্ষে গোল করার সময় গোড়ালিতে চোট পান রোনালদো।

গোল করেও উদযাপন তো দূরের কথা, উল্টো ব্যথায় কাতরাতে থাকেন রোনালদো। প্রথমার্ধ কোনমতে খেললেও দ্বিতীয়ার্ধে তাকে নিয়ে আর কোনো ঝুঁকি নিতে চাননি জিদান। বাকি সময়টা বেঞ্চে বসেই কাটান তিনি। আগামী ২৬ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে দলের মূল অস্ত্রের ইনজুরিতে পড়া নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ে রিয়াল শিবিরে। তবে জিদান নিজেই ম্যাচ শেষে জানিয়ে দেন, ‘সুস্থ হয়ে উঠতে কতোদিন লাগবে ওর (রোনালদো) তা জানি না। তবে তার মতো খেলোয়াড়ের জন্য এটা বড় কোনো ঘটনা নয়। ’

জিদান আরও নিশ্চিত করে বলেন যে, চোট নিয়ে রোনালদো খুব একটা চিন্তিত নন। গোড়ালির চোটটাও নাকি তেমন গুরুতর নয়। আপাতত পরীক্ষা-নিরীক্ষার ফলাফলের জন অপেক্ষা। তবে জিদান-রোনালদোর কথা শুনে আপাতত নিশ্চিত থাকতে পারেন লিভারপুলের বিপক্ষে ফাইনালে থাকছেন সি আর সেভেন।

বাংলাদেশ সময়ঃ ১৫৫৭ ঘণ্টা, ০৭ মে, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।