ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দুই বছরের জেল আর জরিমানার মুখে রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
দুই বছরের জেল আর জরিমানার মুখে রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো- ছবি: সংগৃহীত

কর ফাঁকির মামলায় স্পেনের রাজস্ব বিভাগ জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে দুই বছরের জেল আর প্রায় ১৯ মিলিয়ন ইউরো জরিমানা করেছে।

সরকারি কৌঁসুলি ও রোনালদোর মধ্যে এই বিষয়ে এক চুক্তি স্বাক্ষরের অনুমতি দিয়েছে দেশটির আদালত।

রিয়াল মাদ্রিদে থাকার সময় ২০১১ ও ২০১৪ সালের মাঝে রিয়ালের সাবেক তারকা চার বছরে ফাঁকির চারটি মামলায় অভিযুক্ত হন, যার আর্থিক পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার ইউরো।

মামলা চলার সময় জরিমানার পরিমাণ ৫.৭ মিলিয়ন ইউরো কমানো হয়। রোনালদোকে এখন কোর্টের খরচ ও অন্যান্য মিলিয়ে প্রায় ১৯ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৭ কোটি টাকা) শোধ করতে হবে।  

স্পেনের আইন অনুযায়ী প্রথম অপরাধ বিবেচনায় রোনালদোকে অবশ্য শাস্তির বাকি অংশ তথা ২ বছরের জেল খাটতে হবেনা।  

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।