ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

এমবাপ্পে ‘ফেনোমেনন’: নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
এমবাপ্পে ‘ফেনোমেনন’: নেইমার গোলের পর সতীর্থ নেইমারকে সঙ্গে নিয়ে এমবাপ্পের উদযাপন-ছবি: সংগৃহীত

অলিম্পিক লিওঁর বিপক্ষে একাই চার গোল করেছেন ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। এমন অসাধারণ পারফরম্যান্সের পর ম্যাচ শেষে তাকে ‘ফেনোমেনন’ উপাধি দিয়েছেন সতীর্থ ব্রাজিলিয়ান তারকা নেইমার।

রোববার (৭ অক্টোবর) এমবাপ্পের চার গোলে লিওঁকে নিজেদের মাঠে ৫-০ গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছে পিএসজি। ম্যাচের প্রথম গোলটিও এসেছে এমবাপ্পের কল্যাণে।

প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হন এমবাপ্পে। পেনাল্টি থেকে এই গোল আদায় করে নেন নেইমার। বাকি সময়টা শুধুই এমবাপ্পের একক গোল প্রদর্শনী হয়ে রইল। বিরতির পর মাত্র সাড়ে ১৩ মিনিটের মধ্যে চার গোল করেন এই বিশ্বকাপজয়ী তারকা।

ম্যাচ শেষে সতীর্থ এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ নেইমার তাকে ‘ফেনোমেনন’ হিসেবে অভিহিত করেন, যার কাছ থেকে তিনি প্রতিনিয়তই অনেক কিছু শিখছেন।

'আমাদের বন্ধুত্ব অনেক গভীর তাই সে যখন গোল করে খুবই আনন্দ হয়। যখন সে এভাবে খেলে এবং আরও অনেক ম্যাচে আমি তাকে সহয়তা করতে চাই। '

নেইমার আরও যোগ করেন, 'কিলিয়ানের সঙ্গে নেতৃত্ব ভাগাভাগি? অবশ্যই, আমি আমার মূল্য জানি। আমি জানি আমার দায়িত্ব কি কিন্তু আমাদের অনেক দুর্দান্ত খেলোয়াড় আছে যারা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন। '

'কিলিয়ান তাদের একজন, সে নেতা এবং পুরো দল তাকে সম্মান করে। সে যখনই কিছু বলার জন্য মুখ খুলে, তার বয়স যাই হোক না কেন, আমরা গুরুত্ব দিয়ে শুনি। '

'আমি তাকে অভিনন্দন জানাই। সে আরও বেশি গোল করতে পারত। আমার জন্য সে “ফেনোমেনন”। আমি চাই এটা আরও অনেক বছর চলুক কারণ ফুটবল তাকে ধন্যবাদ দেবে। '

এমবাপ্পে শুধু তার প্রিয় সতীর্থই নন, তার ৭ বছর বয়সী ছেলে দাভি লুক্কা দা সিলভা সান্তোসও যে এই ফরাসি তারকার দারুণ ভক্ত তাও জানালেন নেইমার, 'আমার ছেলে এমবাপ্পেকে অনেক ভালোবাসে। আমি তাকে ট্রেনিংয়ে নিয়ে যাই এবং সে সেখানে শুধু এমবাপ্পেকে নিয়েই কথা বলে। '

মাত্র সাড়ে ১৩ মিনিটের মধ্যে ৪ গোল করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন এমবাপ্পে। গত ৪৬ মৌসুমের ইতিহাসে লিগ ওয়ানের একক কোনো ম্যাচে দ্রুততম সময়ে চার গোল করার রেকর্ড গড়েছেন তিনি। এছাড়া মাত্র ১৯ বছর ৯ মাস বয়সেই তথা সবচেয়ে কম বয়সে এক ম্যাচে চার গোলের রেকর্ডও এই ফরাসি তারকার দখলে।

এমবাপ্পের অসাধারণ পারফরম্যান্স আর নেইমারের পেনাল্টি গোল পিএসজিকে একটি নতুন রেকর্ডে নাম লিখিয়ে দিয়েছে। শীর্ষ ফরাসি লিগে পিএসজি প্রথম ক্লাব হিসেবে মৌসুমের শুরুতে টানা ৯ ম্যাচ জেতার রেকর্ড গড়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।