ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

'নকল' আর্জেন্টিনার সামনে উড়ে গেল ইরাক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
'নকল' আর্জেন্টিনার সামনে উড়ে গেল ইরাক আর্জেন্টিনার জয়। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইরাককে এক কথায় উড়িয়ে দেয় আর্জেন্টিনা। বৃহস্পতিবার (১১ অক্টোবর) এ ম্যাচে দলে ছিলেন না লিওনেল মেসি, সার্জিও অ্যাগুয়েরো, গঞ্জালো হিগুয়েনদের মতো শক্তি।এক কথায় 'নকল' আর্জেন্টিনার কাছেই উড়ে যায় ইরাক।

মার্টিনেজ-দিবালারার পায়ে ভর করে ম্যাচে ইরাককে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। ম্যাচের ১৮ মিনিটে প্রথম এগিয়ে যাওয়ার সুযোগ পায় আর্জেন্টিনা।

লাওতারো মার্টিনেজের পা থেকে আসে এ গোলটি।  

এ ম্যাচেই প্রথমবার আর্জেন্টিনার জার্সিতে পুরো ৯০ মিনিট খেলেন মার্টিনেজ। আর এই দিনই গোল পেয়ে যান। তার করা গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় সাদা-আকাশী জার্সিধারীরা।

দ্বিতীয়ার্ধে আরও দাপুটে হয়ে উঠে আর্জেন্টিনা। ৫৩ মিনিটেই গোল ব্যবধান দ্বিগুণ করেন রবার্তো পেরেইরা। তাকে সাহায্য করেন পাওলো দিবালা। তিন বছর পর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই গোল পান পেরেইরা।   

শেষের ১০ মিনিটে আরও দুই গোল করে আর্জেন্টিনা। এর মধ্যে ৮২ মিনিটে ফিওরেন্টিনার সেন্টারব্যাক জার্মান পেজেল্লা এবং অতিরিক্ত সময়ে ফ্র্যাঙ্কো কার্ভি অপর গোলটি করেন। সবার সম্মিলিত পারফরম্যান্সে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি-অ্যাগুয়েরোবিহীন আর্জেন্টিনা।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।