ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শেষ মুহূর্তে বিশ্ব চ্যাম্পিয়নদের রক্ষা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
শেষ মুহূর্তে বিশ্ব চ্যাম্পিয়নদের রক্ষা সমতায় সন্তুষ্ট ফ্রান্স। ছবি: সংগৃহীত

ফ্রান্সের মতো দলের সামনে আইসল্যান্ড কোনো হিসেবেই আসার কথা নয়। অন্তত পরিসংখ্যান ও র‍্যাংকিং তাই বলে। কিন্তু সেই আইসল্যান্ডের সামনেই বিশ্বচ্যাম্পিয়নদের ত্রাহিত্রাহি অবস্থা। 

বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাতে নিজেদের মাঠে একটুর জন্য আইসল্যান্ডের বিপক্ষে হার এড়িয়েছে ফ্রান্স। শেষ মুহূর্তের নাটকে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দেশমের শিষ্যরা।

একটুর জন্য নিজেদের ফুটবল ইতিহাস নতুন করে লিখতে পারল না আইসল্যান্ড।

ম্যাচের শুরু থেকে পারফরম্যান্সের দিক থেকে স্বাগতিকরাই এগিয়ে ছিল। কিন্তু কিছুতেই গোলের দেখা পায়নি। তবে আইসল্যান্ডকে বেশ হালকাভাবেই নেয় তারকায় ঠাসা ফ্রান্স। তারই খেসারৎ দিতে হয় বিশ্ব চ্যাম্পিয়নদের। ৩০ মিনিটে গোল হজম করতে হয়। কিছু সময়ের জন্য এলোমেলো হয়ে যায় পগবা-জিরু-গ্রিজমানরা।  

দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে এক প্রকার জয় নিশ্চিতই করেই ফেলে অতিথিরা। সিগুরদসনের কর্নার কিক থেকে হেডে গোল করে দলকে শক্ত অবস্থান এনে দেন আরনসন। কিন্তু তাদের জন্য তখনও অপেক্ষা করছিল নাটকীয়তা।

দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোল হজমের পর গ্রিজমানকে তুলে এমবাপ্পেকে মাঠে নামান দেশম। কোচের আস্থার প্রতিদান দিতেও দেরি করলেন না এমবাপ্পে। ৮৬ মিনিটে এমবাপ্পের জোড়ালো শট ঠিকঠাক ধরতে পারলেন না আইসল্যান্ডের গোলরক্ষক। বল লাগে ইয়োলফসনের বুকে, সেখান থেকে বল জড়ায় জালে। আত্মঘাতী গোল হজম করতে হয় আইসল্যান্ড।  

এক গোল পরিশোধ করলেও জয় অনেকটাই নিশ্চিত করে রেখেছিল আইসল্যান্ড। কিন্তু তাদের ভাগ্যটা খারাপই বলতে হবে। ৮৮ মিনিটে আইসল্যান্ডের ডি বক্সে হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় ফ্রান্স। আর ৯০ মিনিটে নিখুঁত পেনাল্টি শট থেকে দলকে সমতায় ফেরান এমবাপ্পে।

আর এই গোলের মাধ্যমেই ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দল দুটি।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।