ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

ফুটবল

নীলফামারীতে খোকন দা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫২, অক্টোবর ২৭, ২০১৮
নীলফামারীতে খোকন দা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু খোকন দা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীতে চতুর্থ খোকন দা আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (২৬ অক্টোবর) বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনুর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুইয়া, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী প্রমুখ।

উদ্বোধনী খেলায় কচুকাটা ইউনিয়ন ৭-১ গোলে সংগলশী ইউনিয়ন দলকে পরাজিত করে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।