ঢাকা, শুক্রবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

পিএসজিতে আরও তিন বছর ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
পিএসজিতে আরও তিন বছর ডি মারিয়া পিএসজিতে আরও তিন বছর ডি মারিয়া-ছবি: সংগৃহীত

প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে নতুন করে আরও তিন বছরের চুক্তি সারলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। ফলে ২০২০-২১ মৌসুম পর্যন্ত তিনি প্যারিসের ক্লাবটির সঙ্গে থাকছেন।

এর আগে ২০১৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পিএসজিতে পাড়ি দেওয়ার পরই ক্লাবটির গুরুত্বপূর্ণ সদস্য বনে গেছেন এই আর্জেন্টাইন।

বর্তমান এই চুক্তির ফলে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত ডি মারিয়া পিএসজির সঙ্গে একমত হলেন।

যেখানে তখন তার বয়স হবে ৩৩।

এ প্রসঙ্গে তারকা এ মিডফিল্ডার বলেন, ‘প্যারিস সেন্ট জার্মেইয়ে চুক্তি বাড়াতে পেরে আমি দারুণ খুশি। ’

পিএসজির হয়ে এখন পর্যন্ত ১৪৯টি ম্যাচ খেলেছেন ডি মারিয়া। যেখানে ৫৭টি গোল আদায় করে নিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ০১ নভেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।