ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

রোনালদোকে ছাড়িয়ে মেসির নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৭, নভেম্বর ২৯, ২০১৮
রোনালদোকে ছাড়িয়ে মেসির নতুন রেকর্ড লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বাংলা একটা কথা আছে, ‘ছেলের হাতের মোয়া’। রেকর্ড জিনিসটাকে তাই বানিয়ে ফেলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মাঠেই নামেন যেন রেকর্ড করতে। এই যেমন বুধবার (২৮ নভেম্বর) পিএসভির বিপক্ষে মাঠে নেমেও করে ফেললেন আরেক রেকর্ড।

চ্যাম্পিয়নস লিগে একক কোনো ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের মালিক এখন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড মেসি। আর এই রেকর্ডে তিনি পেছনে ফেললেন পর্তুগাল ও বর্তমান জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে।

বুধবার রাতে পিএসভিকে ২-১ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। তবে আগেই তাদের নকআউট পর্ব নিশ্চিত হয়েই ছিল। আর এই ম্যাচে দুই গোলের একটি করেন মেসি ও অপরটিতে অ্যাসিস্ট করেন। আর এই গোলেই ছাড়িয়ে গেলেন রোনালদোকে।

ইউরোপ সেরার প্রতিযোগিতায় বার্সেলোনার হয়ে ১০৬তম গোলটি করে ফেলেছেন মেসি। এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে ১০৫ গোলের মালিক ছিলেন বর্তমানে জুভেন্টাসে খেলা রোনালদো।

নিজের গড়া এই রেকর্ড প্রসঙ্গে ক্লাব বার্সেলোনার ওয়েবসাইটে মেসি বলেন, ‘আমি আনন্দিত। এই মাত্র জানলাম এটা। নতুন পরিসংখ্যানের জন্য আমি খুশি। ’

চ্যাম্পিয়ন লিগ আসরের মোট গোলে অবশ্য রোনালদোই সবার ওপরে। সিআর সেভেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল ও জুভেন্টাসের হয়ে ১২১টি গোল করে সবার ওপরে রয়েছেন তিনি। আর এই তালিকায় দ্বিতীয়স্থানেই মেসি।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।