ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘একমাত্র ইব্রাহিমোভিচই পারবেন ম্যানইউকে বাঁচাতে’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
‘একমাত্র ইব্রাহিমোভিচই পারবেন ম্যানইউকে বাঁচাতে’ জ্লাতান ইব্রাহিমোভিচ

গত মৌসুমে হোসে মরিনহোকে বরখাস্ত করার পরও কপাল খুলেনি ম্যানচেস্টার ইউনাইটেডের। ওলে গানার সুলশারের অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগে ‍ষষ্ঠ হয়ে ২০১৮-১৯ মৌসুম শেষ করেছিল রেড ডেভিলরা। যার ফলে চলতি চ্যাম্পিয়নস লিগে খেলা হচ্ছে না তাদের। এবার তো আরো খারাপ অবস্থা ইউনাইটেডের। ৮ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানে সুলশারের দল। 

দুঃসময়ের মুখোমুখি ইউনাইটেডকে অবশ্য একটি উপায় বাতলে দিয়েছেন তাদের সাবেক ডিফেন্ডার ক্লেইটন ব্ল্যাকমোর। শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে জ্লাতান ইব্রাহিমোভিচকে ফিরিয়ে আনতে উপদেশ দিয়েছেন ৫৫ বছর বয়সী সাবেক তারকা।

ব্ল্যাকমোর বিশ্বাস করেন, কেবল ইব্রাই পারেন ইউনাইটেডকে দুঃসময় থেকে উদ্ধার করতে।

দ্য মিরর’কে সাবেক ওয়েলস ডিফেন্ডার বলেন, ‘লক্ষ্যভেদী একজনের অভাব রয়েছে আমাদের এবং একমাত্র ইব্রাহিমোভিচই পারেন এই মৌসুমে আমাদের বাঁচাতে। ’ 

ওল্ড ট্রাফোর্ডে ২০১৬-১৭ মৌসুমে এক স্মরণীয় অধ্যায় কাটান ইব্রা। এই স্বল্প সময়ে ম্যানইউর হয়ে সব প্রতিযোগিতা মিলে ২৮ গোল করেছিলেন সুইডিশ স্ট্রাইকার। কিন্তু চোটে পড়ায় দীর্ঘস্থায়ী হয়নি তার ইউনাইটেড অধ্যায়। ৩৮ বছর বয়সী তারকা ২০১৮ সালের মার্চে যোগ দেন যুক্তরাষ্ট্রের সকার লিগের ক্লাব এলএ গ্যালাক্সিতে। বর্তমানে এলএমএস লিগেও বিজয় ঝান্ডা উড়াচ্ছেন এই ‘যাযাবর ফুটবলার’।

ইব্রা নিজেও অবশ্য ফিরতে চান ওল্ড ট্রাফোর্ডে। ইচ্ছেটা আগেও জানিয়েছিলেন তিনি। ব্ল্যাকমোরও চান, গ্যালাক্সির হয়ে ইব্রা যে পারফরম্যান্স দেখাচ্ছেন তা যেন সে ইউনাইটেডের হয়ে দেখায়। সাবেক ম্যানইউ ডিফেন্ডার আরো বলেন, ‘সে (ইব্রা) ৬ফুট ৫ইঞ্চি লম্বা, ব্ল্যাক বেল্ট প্রাপ্ত এবং সে যে কারও বিপক্ষে সুযোগ নিতে পারে। সে এখনো গোল করছে। আমরা অনেক স্ট্রাইকার হারিয়েছি। ওয়েইন রুনি, রবিন ফন পার্সি চলে গেছে। যেসব খেলোয়াড়রা চলে গেছে তাদের পরিবর্তে তেমন খেলোয়াড় পাওয়া যায়নি। ইব্রাহিমোভিচকে তাই ফিরিয়ে আনা যায়। ’ 

ব্ল্যাকমোর বলেন, ‘সে দৌড়ায় না তবে তার দৌড়ানোর প্রয়োজনও হয় না কারণ সে যথেষ্ট ভাল। তার মতো অনেক কম খেলোয়াড় আছে যারা ম্যাচ নিজেদের কন্ট্রোলে নিয়ে নিতে পারে। সে যখন এখানে ছিল, সে যখন ফিট ছিল আমাদের সঙ্গে শিরোপা জিতেছে। জানুয়ারিতে আমাদের তাকে নিয়ে আসার চেষ্টা করা উচিৎ। ’

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।