ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নিজেকে সৌভাগ্যবান মনে করেন দিবালা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
নিজেকে সৌভাগ্যবান মনে করেন দিবালা ছবি: সংগৃহীত

হালের সেরা ফুটবলার মেসি আর রোনালদো। বিশ্ব কাঁপানো এই দুই মহাতারকার পাশে খেলার সৌভাগ্য আর কতজনেরই বা হয়! সেই সৌভাগ্যবানদের একজন পাওলো দিবালা। সৌভাগ্যটা এমনই যে মেসি আর রোনালদো দুজনেরই পাশে খেলে যাচ্ছেন আর্জেন্টিনার তরুণ তারকা দিবালা।

ক্লাব ক্যারিয়ারে জুভেন্টাসে রোনালদোর পাশে আর জাতীয় দল আর্জেন্টিনার জার্সিতে মেসির পাশে খেলার সুযোগ হয়েছে দিবালারা। কাছ থেকে দুই সেরা তারকাকে একসঙ্গে পাওয়া যে কারোরই পরম আরাধ্য বলে মনে করছেন দিবালা।

টটেনহাম হটস্পারের দায়িত্ব নেওয়ার পরপরই দিবালাকে লন্ডনে নিয়ে আসার দিকে ঝুঁকেছেন হোসে মরিনহো। পর্তুগিজ কোচের প্রথম লক্ষ্য শীতকালীন দল-বদলে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে জুভেন্টাস থেকে টটেনহামে নিয়ে আসা। এদিকে, রোনালদোর জুভেন্টাস অধ্যায় শেষের পথে। চলতি মৌসুমে তুরিনের বুড়িরা যদি চ্যাম্পিয়নস লিগ জিততে ব্যর্থ হয়, তাহলে ওল্ড ট্র্যাফোর্ডে ফিরে যাবেন এই পর্তুগিজ উইঙ্গার- এমনটাই দাবি করেছেন স্পেনের ফুটবল সাংবাদিক এদোয়ার্দো ইন্দা।

তবে, সেদিকে নজর নেই দিবালার। তিনি জানালেন, ‘বর্তমান ফুটবলে মেসি আর রোনালদো আইকন। তারা যেখানেই খেলুক না কেন নিজেদের দিনে একাই যথেষ্ট। রোনালদোর সঙ্গে আমার বন্ধুত্বটা বেশ দারুণ। আমরা বেশিরভাগ সময়ই ফুটবল নিয়ে আলোচনা করি। জাতীয় দল বলুন আর ক্লাব বলুন আমাদের আলোচনায় কিছুই বাদ যায় না। ফুটবলের বাইরেও আমাদের অনেক কথা হয়। আর লিও (মেসি), সে তো অনন্য। তার সঙ্গে আমার বন্ধুত্ব দিনকে দিন বেড়েই চলেছে। আমরা এক সঙ্গে কফি পান করি, দল নিয়ে আলোচনা করি। ’

মাঠের লড়াইয়ে মেসি-রোনালদো একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী। দিবালার কাছে এই দুই সেরা ফুটবলার মাঠের লড়াইয়ে আগ্রসী হলেও মাঠের বাইরে তাদের মধ্যে কোনো লড়াই নেই। জুভি তারকা দিবালা যোগ করেন, ‘তাদের দুজনকে ফুটবলের দানব বলা যায়। কিন্তু মাঠের বাইরে তারা নিরেট ভদ্রলোক। কিছু শিখতে হলে মেসি-রোনালদোকে অনুসরণ করা উচিৎ। তাদের থেকে অনেক কিছু শেখার আছে, যেটা আমি প্রতিনিয়ত শিখছি। ’

দিবালা আরও যোগ করেন, ‘তাদের মতো বিশ্বসেরা ফুটবলারদের পাশে কে না খেলতে চায়? বাকি বিশ্বসেরা ফুটবলারদের থেকে মেসি-রোনালদো সত্যিই আলাদা। ফুটবলের ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, সবাই কোনো না কোনো বিশ্বসেরা দলে খেলেছে। তাদের অর্জনে কিছুই যায় আসে না। কিন্তু এটা বলব, মেসির জন্য রোনালদোকে যেমন দরকার তেমনি রোনালদোর জন্য মেসিকেও দরকার। ’

২০১৮-১৯ মৌসুমে রিয়াল ছেড়ে রোনালদো যোগ দেন জুভেন্টাসে। তার আগে থেকেই জুভিদের সেরা অস্ত্র হয়ে ওঠেন দিবালা। রোনালদো-দিবালা জুটি সিরি আ’তে জুভেন্টাসকে গত মৌসুমে চ্যাম্পিয়ন করেছে। এদিকে, গত চার বছর মেসির সঙ্গে আর্জেন্টিনার জার্সিতে দেখা মিলছে দিবালার।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।