ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অবশেষে নিজেদের ভয়ঙ্কর রূপ দেখালো রেড ডেভিলরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
অবশেষে নিজেদের ভয়ঙ্কর রূপ দেখালো রেড ডেভিলরা নিউক্যাসলের জালে হেড নিচ্ছেন রাশফোর্ড: ছবি-সংগৃহীত

গত কয়েক মৌসুমে নিজেদের ছায়া হয়ে কাটাতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। এবারও হতাশার প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছিল রেড ডেভিলদের। এই জয় পায় তো এই হার। তবে এবার ক্রিসমাসের উৎসব সেরেই জ্বলে ওঠল ওলে গানার সুলশারের শিষ্যরা। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে স্বরূপে ফিরে রেড ডেভিলরা অ্যান্থনি মার্শালের জোড়া গোলে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে। 

ম্যাচের শুরুতেই অবশ্য পিছিয়ে পড়ে সুলশারের দল। ১৭ মিনিটে ওল্ড ট্রাফোর্ড নিশ্চুপ করে দেন মাত্তি লংস্টাফ।

পরে পিছিয়ে পড়ারই শোধ নিল ইউনাইটেড। ২৪ মিনিটে আন্দ্রেস পেরেইরার পাস থেকে রেড ডেভিলদের সমতায় ফেরান মার্শাল। এরপর ৩৬ মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করেন ম্যাসন গ্রিনউড।  

বিরতিতে যাওয়ার আগে আবারও ঘরের সমর্থকেদর আনন্দে ভাসায় ইউনাইটেড। ৪১ মিনিটে অ্যারন ওয়ান-বিসাকার পাস থেকে ব্যবধানটা ৩-১ করেন মার্কাশ রাশফোর্ড।  

দ্বিতীয়ার্ধেও নিজেদের আক্রমণের ধার বজায় রাখে রেড ডেভিলরা। তারই সুফল তারা তুলে নেয় ৫১ মিনিটে। নিউক্যাসলের জালে নিজের জোড়া গোল পূর্ণ করেন মার্শাল।  

এই জয়ে একটা বড় লাফও দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৯ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার সপ্তম স্থানে ওঠে এসেছে সুলশারের শিষ্যরা। সমান ম্যাচে তাদের চেয়ে তিন পয়েন্ট কম নিয়ে ১০ম স্থানে নিউক্যাসল। ১৮ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে লিভারপুল।  

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ডিসেম্বর, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।