ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ফুটবল

বাচ্চাদের মতো ভুল করেছে বার্সা: মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৪, জানুয়ারি ১০, ২০২০
বাচ্চাদের মতো ভুল করেছে বার্সা: মেসি লিওনেল মেসি

এগিয়ে থাকার পরও সুপারকোপার সেমিফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে হেরেছে বার্সেলোনা। রোহি ব্লাঙ্কোসদের শেষ মুহুর্তের ঝড়ে লণ্ডভণ্ড কাতালানরা মাঠ ছাড়ে ৩-২ গোলের পরাজয় নিয়ে। 

এমন হারের পেছনে সতীর্থদের বাচ্চাদের মতো ভুল করার দিকে ইঙ্গিত করলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড স্বীকার করেন যে, চলতি মৌসুমে তার সতীর্থরা সচেতন ছিল উন্নতির ব্যাপারে।

কিন্তু অ্যাতলেটিকোর বিপক্ষে পুনরায় একই ভুল করে বসেন।

অ্যাতলেটিকোর বিপক্ষে ম্যাচ শেষ শেষে মেসি বলেন, ‘আমরা অনেক উন্নতি করেছি এবং এই ব্যাপারে আমরা সচেতন। কিন্তু আজ (০৯ জানুয়ারি) আমরা কিছু ভুল পদক্ষেপ নিয়েছিলাম। ’

বার্সা অধিনায়ক আরও বলেন, ‘এ বছর আমরা চেষ্টা করবো আজ যে ভুল করেছি তার বিষয়ে সচেতন থেকে এগিয়ে যেতে এবং বাচ্চাদের মতো ভুল না করার প্রতি। ’

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।