ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অনির্দিষ্ট সময়ের জন্য মাঠের বাইরে স্টার্লিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২০
অনির্দিষ্ট সময়ের জন্য মাঠের বাইরে স্টার্লিং চোটে পড়েছেন স্টার্লিং

অনির্দিষ্ট সময়ের জন্য রহীম স্টার্লিংকে পাবে না ম্যানচেস্টার সিটি। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় ‘কযেক সপ্তাহে’র জন্য মাঠের বাইরে থাকতে হবে ইংলিশ ফরোয়ার্ডকে, জানিয়েছেন ইতিহাদের কোচ পেপ গার্দিওলা। 

গত রোববার (০২ ফেব্রুয়ারি) টটেনহামের বিপক্ষে ম্যাচে বাঁ-পায়ে চোট পান ২৫ বছর বয়সী তারকা। স্টার্লিংয়ের চোটের ব্যাপারে গার্দিওলা জানান, ‘কয়েক সপ্তাহ সময় লাগবে।

তবে কতদিন লাগবে তা জানি না। ’ 

২০১৯/২০ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে সিটির হয়ে ২৫ ম্যাচের মধ্যে ২৩ ম্যাচ খেলেছেন স্টার্লিং। ইতোমধ্যে চোটের অবস্থা নিরুপণের জন্য তার স্ক্যান করা হয়েছে।  

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে সিটিজেনরা। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে তাদের পয়েন্ট ব্যবধান ২২।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।