বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার (৪ মার্চ) ম্যাচের শুরু থেকেই মোহামেডানের রক্ষণভাগ কাঁপিয়ে দেয় আবাহনী। খেলার মাত্র ২য় মিনিটেই সানডে চিজোবা বাঁ পায়ের দারুণ শট নেন।
শুরুর দাপট ধরে রেখে ১৭তম মিনিটে গোল আদায় করে নেয় আবাহনী। মামুনুল ইসলামের কর্নারে দারুণ হেডে জাল খুঁজে নেন হাইতির ফরোয়ার্ড বেলফোর্ট। ৩৩তম মিনিটে বেলফোর্টের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন আবাহনীর কিরগিজ ফরোয়ার্ড এডগার বের্নহার্ট।
এদিকে প্রথমার্ধে দারুণ সুযোগ পেয়েছিল মোহামেডান। কিন্তু মোনেকের শট ফিস্ট করে ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে দেন আবাহনীর গোলরক্ষক শহীদুল আলম সোহেল। বিরতির কয়েক মিনিট আগে জোরালো শটে ব্যবধান আরও বাড়িয়ে দেন আবাহনীর বেলফোর্ট।
দ্বিতীয়ার্ধে মোহামেডানকে আরও চাপে ফেলে দেয় আবাহনী। অষ্টাদশ মিনিটে গোলমুখের সামনে থেকে হেডে গোল করেন জীবন। এরপর খেলায় ফেরার বহু চেষ্টা করেও ব্যর্থ হয় মোহামেডান।
এই জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো আবাহনী। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে যথাক্রমে দুই ও তিনে আছে সাইফ স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংস। আর ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে মোহামেডান।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এমএইচএম/আরএআর