প্রাইড পার্ক স্টেডিয়ামে ম্যাচের শুরুতে ম্যানউই ওপর আধিপত্য দেখানোর চেষ্টা করে ডার্বি। ১০ মিনিটে ডার্বির লোউই সিবলের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
এরপর ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় রেড ডেভিলসরা। ৩২ মিনিটে ইগহালোর শট ফিরিয়ে দেন ডার্বির গোলরক্ষক কেলি রুস। পরের মিনিটেই এগিয়ে যায় ম্যানইউ। লুক শো’র বাম পায়ের নেওয়া শট জালের ঠিকানা খুঁজে পায়।
ব্যবধান বাড়াতে সময় নেয়নি ম্যানইউ। ৪১ মিনিটে পেনাল্টি বক্সের মাঝখান থেকে বাম পায়ের শটে বল জালে পাঠান ইগহালো। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় রেড ডেভিলসরা।
বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় ম্যানইউ। ৬৬ মিনিটে হুয়ান মাতার শট ফিরিয়ে দেন ডার্বি গোলরক্ষক। একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা।
৭০ মিনিটে ঠিকই ব্যবধান বাড়ায় ম্যানইউ। পরিকল্পিত আক্রমণ থেকে পেনাল্টি বক্সের মাঝখানে ফাঁকায় দাঁড়িয়ে থাকা ইগহালো বল পেয়ে যান। বাম পায়ের জোড়ালো শটে লক্ষ্য ভেদ করেন তিনি।
এরপর বাকিটা সময় অক্রমণ চালিয়েও আর ব্যবধান বাড়াতে পারেনি ম্যানউই। ফলে ৩-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে গানারের শিষ্যরা।
বাংলাদেশ সময়: ০৬১৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
আরএআর/আরএ