ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

ফুটবল

ব্রাদার্সকে রুখে দিল পুলিশ 

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৫, মার্চ ৬, ২০২০
ব্রাদার্সকে রুখে দিল পুলিশ  বল দখলের লড়াইয়ে পুলিশ ও ব্রাদার্সের খেলোয়াড়রা: ছবি-শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চলতি আসরে ইতোমধ্যে পাঁচ ম্যাচ খেলে ফেলেছে ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু একটিতেও জয়ের মুখ দেখেনি রেজা প্রকাশের শিষ্যরা। এবার তারা হোঁচট খেয়েছে পুলিশ এফসি’র বিপক্ষে। 

শুরুতে এগিয়ে যাওয়ার পরও পুলিশের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে ব্রাদার্স। ১-১ ব্যবধানের সমতা নিয়ে মাঠ ছাড়ে দু’দল।

 

শুক্রবার (০৬ মার্চ) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৮ম মিনিটে উজবেকিস্তানের ফরোয়ার্ড জনোভ ওতাবেকের গোলে এগিয়ে যায় ব্রাদার্স। তবে ব্যবধান তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ২১তম মিনিটে পুলিশকে সমতায় ফেরান ফরোয়ার্ড মোহাম্মদ বাবলু।  ম্যাচের বাকি সময় চেষ্টা করেও আর গোলের মুখ দেখেনি দু’দল।  

এই ড্রয়ের পাশাপাশি পয়েন্ট তালিকাতেও ব্রাদার্সকে টপকে গেছে পুলিশ। ৪ ম্যাচে ১ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৫ পয়েন্ট নিয়ে সাতে আছে তারা। এক ম্যাচ বেশি খেলে এখন পযর্ন্ত জয়শূন্য ব্রাদার্স ৪ পয়েন্ট নিয়ে আছে পরের স্থানে।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।