এর আগে ইনজুরির কারণে প্রীতি ম্যাচে গত নভেম্বরে আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে পারেননি পিএসজি ফরোয়ার্ড নেইমার। লিভারপুল তারকা আলিসন না থাকায় তার পরিবর্তে খেলবেন ম্যানচেস্টার সিটি গোলরক্ষক এদেরসন।
সেলেকাওরা আগামী ২৮ মার্চ বলিভিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় নিজেদের মাঠে খেলবে। এর চার দিন পর সকাল সোয়া আটটায় পেরুর মাঠে মুখোমুখি খেলতে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ব্রাজিল দল:
গোলরক্ষক: এদেরসন, ওয়েভারতন, ইভান।
ডিফেন্ডার: থিয়াগো সিলভা, মার্কিনিয়োস, এদের মিলিতাও, ফিলিপে আগুস্ত, দানি আলভেস, দানিলো, রেনান লোদি, আলেক্স সান্দ্রো।
মিডফিল্ডার: আর্থার, কাসেমিরো, ফাবিনিয়ো, এভেরতন রিবেইরো, ব্রুনো গিমারেস।
ফরোয়ার্ড: ফিলিপ্পে কৌতিনিয়ো, গাব্রিয়েল জেসুস, রিশার্লিসন, রবের্তো ফিরমিনো, গাব্রিয়েল বারবোসা, নেইমার, এভেরতন, ব্রুনো এইহিক।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
এমএমএস