ঢাকা, সোমবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৪ নভেম্বর ২০২৪, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ঢাকা আবাহনীকে হারিয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মার্চ ৭, ২০২০
ঢাকা আবাহনীকে হারিয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনী চট্টগ্রাম আবাহনীর গোল উদযাপন: ছবি-শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে (বিপিএল) দাপুটে জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। নিজেদের পঞ্চম ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে বন্দর নগরীর দলটি। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে মারুফুল হকের দল।

শনিবার (০৭ মার্চ) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই চট্টগ্রাম আবাহনী ওপর আধিপত্য বিস্তার করে খেলার চেষ্টা করে ঢাকা আবাহনী। ১৬তম মিনিটে মামুনুলের কর্নার থেকে মাইলসনের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় গোলের দেখা পায়নি তারা।

 

ম্যাচের ৪০তম মিনিটে মাঝমাঠ থেকে চট্টগ্রাম আবাহনীর উজবেকিস্তানের ডিফেন্ডার পুলাতভ শুকুর আলীর নেয়া জোরালো শট ফিস্ট করে ফিরিয়ে দেন ঢাকা আবাহনীর গোলরক্ষক শহিদুল। প্রথমার্ধ শেষ হয় গোল শূন্যভাবে।  

ছবি: শোয়েব মিথুনবিরতির পর চট্টগ্রাম আবাহনী আক্রমণের গতি কিছুটা বাড়ায়। সাফল্যের দেখাও পেয়ে যায় তারা। ৬২তম মিনিটে পেনাল্টি বক্সের ডান দিক দিয়ে রাকিবের কাটব্যাক থেকে বল পেয়ে যান আইভরি কোস্টের মিডফিল্ডার চার্লস দিদিয়ের। ঠান্ডা মাথায় বক্সের ঠিক বাইরে থেকে বাম পায়ের বাঁকানো শটে বল প্রতিপক্ষের জালে পাঠান তিনি। ১-০ গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী।

৮০তম মিনিটে ফের ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলো বন্দর নগরীর দলটি। রাকিবের ক্রস থেকে বল অল্পের জন্য পা ছোঁয়াতে পারেননি চিনেদু ম্যাথিউ।

ছবি: শোয়েব মিথুন৮৯তম মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিলো ঢাকা আবাহনী। সোহেল রানার ক্রস থেকে পেনল্টি বক্সের ভেতরে গোললাইনের কাছে বল পেয়ে যান নেওয়াজ জীবন। তার নেয়া শটটি চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক নাঈম ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন। নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় ঐতিহ্যবাহী দলটি।

ম্যাচের ইনজুরি সময়ে ব্যবধান বাড়ায় চট্টগ্রাম আবাহনী। দিদিয়েরের পাস থেকে বল পেয়ে যান নাসিরুল। পেনাল্টি বক্সের ভেতরে মাঝামাঝি জায়গা থেকে বাম পায়ের শটে বল জালে পাঠান তিনি।

এই জয়ের ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে উঠে এসেছে চট্টগ্রাম আবাহনী। অন্যদিকে হেরে সমান পয়েন্ট নিয়েও তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছে ঢাকা আবাহনী।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘন্টা, মার্চ ০৭, ২০২০
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।