রোববারের এ ম্যাচটিতে দর্শকদের প্রবেশের অনুমতি ছিল না। তবে কিছু সাংবাদিক, ক্লাব কর্মকর্তা, ক্লাব অফিসিয়াল, কোচিং স্টাফ জুভেন্টাস স্টেডিয়ামে এসেছিলেন।
শুরু থেকেই আক্রমণাত্মক খেলা জুভেন্টাস প্রখমার্ধে বেশ কয়েকবার এগিয়ে যেতে পারতো। তবে কস্তা, রোনালদো, মাটিয়াস ডি লিটরা গোল বঞ্চিত হন। মিসের খাতায় ইন্টারও নাম লেখায়। অবশেষে বিরতির পর ৫৪তম মিনিটে গোলের দেখা যায় জুভিরা। মাতুইদির ক্রস থেকে রোনালদোর পা হয়ে বল পেয়ে যান রামজি। আর সেখান থেকেই গোল করেন এই ইংলিশ মিডফিল্ডার।
৬৭তম মিনিটে দিবালার দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ হয় স্বাগতিকদের। প্রথম গোল করা রামজির পাস থেকে বল পেয়ে গোল করতে কোনো ভুল করেননি বদলি নামা দিবালা। আর এ গোলেই জয় নিশ্চিত হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে জুভেন্টাস। লাৎসিও ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে। ৫৪ পয়েন্ট নিয়ে তিনে আছে ইন্টার।
বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এমএমএস