ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

ফুটবল

সুস্থ হয়ে উঠছেন আর্সেনাল কোচ আর্তেতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, মার্চ ১৫, ২০২০
সুস্থ হয়ে উঠছেন আর্সেনাল কোচ আর্তেতা

করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠছেন আর্সেনাল কোচ মাইকেল আর্তেতা। এমনটি জানিয়েছেন তার স্ত্রী লরেনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এক ভিডিও বার্তায় তিনি গানার সমর্থকদের এই বিষয় জানান।

লরেনা জানান, ‘সে এখন ভালো অনুভব করছে। সুস্থ হওয়ার পথে গত শুক্রবার সে নিজের মুখেই এ কথা জানিয়েছেন।

তিনি যোগ করেন, তার শরীরে এখন যে উপসর্গ আছে তাতে কাজ করতে যাওয়াতে তাকে কেউ আটকাতে পারবে না।

এর আগে গত আর্তেতা করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হন। এরপরেই অবশ্য আর্সেনাল বনাম ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের শনিবারের (১৪ মার্চ) ম্যাচ স্থগিত হয়।

গানাররা এরপর অনুশীলন গ্রাউন্ড রুদ্ধদ্বার করে এবং যেসব ক্লাব কর্মকর্তারা আর্তেতার সংস্পর্শে ছিলেন তারা এখন তার থেকে নিজেদের বিচ্ছিন্ন করে নিয়েছিলেন।

এদিকে আর্তেতা সুস্থ হওয়ার পথে থাকলেও আপাতত স্থগিত রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের সব ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।