ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

করোনা: বেতনের ২০ শতাংশ কাটতে দিতে রাজি রিয়াল তারকারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২০
করোনা: বেতনের ২০ শতাংশ কাটতে দিতে রাজি রিয়াল তারকারা রিয়াল মাদ্রিদ

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে স্থগিত রয়েছে ফুটবল। মাঠে খেলা না থাকায় আর্থিক সংকটে পড়েছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। তবে এমন সংকটে আলোচনা সাপেক্ষে অনেক ক্লাব বেতন কেটে রাখছে খেলোয়াড়দের। স্প্যানিশ ক্লাব বার্সেলানা থেকে শুরু করে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের তারকারাও ক্লাব কর্তৃপক্ষের সেই সিদ্ধান্তে রাজি হয়েছেন। এবার বেতনের ২০ শতাংশ কেটে রাখার প্রস্তাবে রাজি হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকারাও।

রিয়াল এক বিবৃতিতে জানায়, তাদের ফুটবল ও বাস্কেটবল দলের খেলোয়াড়, কোচ এবং প্রধান পরিচালকরা স্বেচ্ছায় ১০ থেকে ২০ শতাংশ বেতন হ্রাসে রাজি হয়েছেন।

বুধবার (০৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে স্প্যানিশ লা লিগার ক্লাবটি।

 

স্প্যানিশ মিডিয়া জানিয়েছে, মৌসুম শেষ হলে লস ব্লাঙ্কোস খেলোয়াড়রা ১০ শতাংশ কম এবং বর্তমান প্রচার বন্ধ হয়ে গেলে ২০ শতাংশ কম বেতন পাবে।  

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২০
ইউবি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।