নরমান হান্টার
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক ইংলিশ ডিফেন্ডার নরমান হান্টারকে। ৭৬ বছর বয়সী সেন্টার-ব্যাকের কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবরটি নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব লিডস ইউনাইটেড।
লিডস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘যুদ্ধ জারি রাখো নরমান, আমরা সবাই তোমার সঙ্গে আছি। ’
ক্যারিয়ারের ১৫ বছরে লিডসের জার্সিতে ৭২৬ ম্যাচ খেলেছেন হান্টার।
জিতেছেন দু’টি লিগ শিরোপা। ১৯৭৫ সালে ইংলিশ ক্লাবটির হয়ে ইউরোপীয়ান কাপের ফাইনালে খেলেছেন তিনি। তবে সে ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে শিরোপা বঞ্চিত হয় লিডস।
এছাড়া স্যার আল্ফ রামসে’র অধীনে ১৯৬৬ বিশ্বকাপ খেলেছেন হান্টার। সাবেক লিডস তারকা ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ২৮ ম্যাচ খেলে গোল করেছেন ২টি।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
ইউবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।