ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বসুন্ধরা কিংসে আসছেন আরেক ব্রাজিলিয়ান ফুটবলার

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
বসুন্ধরা কিংসে আসছেন আরেক ব্রাজিলিয়ান ফুটবলার জোনাথন ফার্নান্দেজ

কিছুদিন আগে ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্লুমিনেন্স থেকে রবসন আজেভেদো দা সিলভা রবিনহোকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। এবার সেই ব্রাজিলেরই আরেক উঁচু মানের ফুটবলারকে উড়িয়ে আনছে বাংলাদেশের বর্তমান চ্যাম্পিয়নরা।

বসুন্ধরা কিংসের হয়ে খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখতে যাওয়া সেই ব্রাজিলিয়ান ফুটবলারের নাম জোনাথন ফার্নান্দেজ। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। জোনাথন ফার্নান্দেজ বসুন্ধরায় নাম লেখানোর আগে ব্রাজিলের বিখ্যাত ক্লাব বোতাফাগোর হয়ে খেলেছেন।  

মূলত সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলা জোনাথন ফার্নান্দেজ ২০০৫ সালে মাত্র ১০ বছর বয়সে বোতাফোগোর বয়সভিত্তিক দলে যোগ দেন। ২০১৫ সালের ৪ জানুয়ারি তিনি ক্লাবের সিনিয়র দলে ডাক পান। ওই বছর তার দল সিরি ‘বি’তে চ্যাম্পিয়ন হয়ে সিরি ‘আ’তে খেলার যোগ্য অর্জন করে। ২০১৬ সালের ১৫ মে সিরি ‘আ’তে অভিষেক হয় তার।

বোতাফোগো অনূর্ধ্ব-১৭ দলে খেলে প্রায় একই সময়ে বোতাফোগোর মূল দলে নাম লেখিয়েছিলেন দুই মিডফিল্ডার জোনাথন ফার্নান্দেজ ও ম্যাথিউজ ফার্নান্দেজ। এরইমধ্যে এই মৌসুমে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন ম্যাথিউজ ফার্নান্দেজ। অন্যদিকে বসুন্ধরায় যোগ দিয়েছেন জোনাথন।

এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে রবিনহোকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। ২৫ বছর বয়সী উইঙ্গার পুরো মৌসুমের জন্য ধারে আসছেন দেশের ফুটবলের নতুন চ্যাম্পিয়নদের ঘরে। আর আগে থেকেই দলে আছেন আর্জেন্টিনার জাতীয় দলের সাবেক স্ট্রাইকার হার্নান বার্কোস। এখন পর্যন্ত চারজন বিদেশি ফুটবলারের মধ্যে তিনজনই নিশ্চিত। বাকি রইলো একজন।  

এএফসি কাপকে সামনে রেখে এবার দল সাজাচ্ছে বসুন্ধরা কিংস। উদ্দেশ্য একটাই, শিরোপা জয়। এজন্যই আক্রমণভাগ সাজানোর কাজটি সেরে রাখলো দলটি। এশিয়ার শীর্ষ ক্লাব ফুটবল প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ান অঞ্চলের ‘ই’ গ্রুপে আছে বসুন্ধরা কিংস। এই গ্রুপে আরও আছে স্বাগতিক মালদ্বীপের টিসি স্পোর্টস ও মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন, ভারতের চেন্নাই সিটি।  

মালদ্বীপের টিসি স্পোটর্সকে ৫-১ গোলে হারিয়ে এরইমধ্যে এএফসি কাপে শুভসূচনা করেছে বসুন্ধরা কিংস। অস্কার ব্রুজোনের দলের বাকি ৫ ম্যাচের ভেন্যু মালদ্বীপ। সেখানে আগামী ২৩ অক্টোবর থেকে শুরু বসুন্ধরা কিংসের নতুন ত্রয়ীর প্রথম পরীক্ষা। এর আগে সেপ্টেম্বর থেকেই শুরু হবে দলটির অনুশীলন ক্যাম্প।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।