নিঃশ্বাস দূরত্বে গিয়েও শিরোপা খোয়ালে কারও মাথা কি ঠিক থাকে? নেইমারেরও হয়তো ছিল না। তার জন্য এক ভুলই করে বসলেন পিএসজি ফরোয়ার্ড।
চ্যাম্পিয়নস লিগজয়ী বায়ার্ন মিউনিখকে অভিনন্দন জানাতে গিয়ে জার্মানির আরেক দল বেয়ার লেভারকুসেনকে অভিনন্দন জানিয়ে বসলেন নেইমার।
সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাতে পর্তুগালের লিসবনে পিএসজিকে ১-০ হারিয়ে নিজেদের ষষ্ঠতম চ্যাম্পিয়নস লিগ জিতেছে বায়ার্ন। যে দলের বিপক্ষে ৯০ মিনিট খেলে শিরোপা স্বপ্ন বিসর্জন দিয়েছেন সেই দলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানাতে গিয়ে ভুল করে বসেন নেইমার।
নিজের অফিসিয়াল টুইটার পেজে ব্রাজিলিয়ান তারকা লেখেন, ‘পরাজয় খেলারই অংশ। আমরা সবকিছু চেষ্টা করেছি, শেষ পযর্ন্ত লড়াই করেছি আমরা। আপনাদের সকলের সমর্থন ও অনুরাগের জন্য ধন্যবাদ এবং অভিনন্দন বেয়ার। ’
যে দল গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে সেই দল চ্যাম্পিয়নস লিগ জিতবে কিভাবে! নেইমার যে অভিনন্দন জানাতে গিয়ে বায়ার্নের পরিবর্তে বেয়ারের নাম উল্লেখ করে অনাকাঙ্খিত ভুল করে ফেলেছেন! তা বুঝে এক টিপ্পনি কেটে বেয়ার লেভারকুজেন তাদের অফিসিয়াল টুইটার পেজে লেখেন, ‘নেইমার জুনিয়র, আমি নিশ্চিত নই কেন তুমি আমাকে অভিনন্দন জানিয়েছো। যদিও আমি এখন ছুটিতে ফিফা (গেমস) খেলছি। তবুও তোমাকে ধন্যবাদ। ’
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
ইউবি