ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বার্সা প্রেসিডেন্ট বার্তোমেউ কথা রাখেননি: মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২০
বার্সা প্রেসিডেন্ট বার্তোমেউ কথা রাখেননি: মেসি

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বার্সেলোনাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। তবে ট্রান্সফার ইস্যু নিয়ে ক্লাব প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউকে ধুয়ে দিলেন ইতিহাসের সেরা এই ফুটবলার।

এর আগে মেসির ক্লাব ছাড়া নিয়ে বার্তোমেউ জানান, ১০ জুনের পর রিলিজ ক্লজ ছাড়া তাকে কেউ দলে নিতে পারবে না। যার পরিমাণ ৭০০ মিলিয়ন ইউরো। তার মানে ফ্রি এজেন্ট হিসেবে মেসির যাওয়ার ইচ্ছে থাকলেও তা সে পারেননি। তবে আর্জেন্টাইন অধিনায়কের দাবি, তাদের মধ্যে মৌখিকভাবে একটি চুক্তি ছিল যেখানে বলা হয়েছিল, ২০১৯-২০ মৌসুম যখনই শেষ হবে ব্যালন ডি’অর জয়ী তারকা তার সিদ্ধান্ত জানাতে পারবেন।

গোল ডট কমে সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি প্রেসিডেন্টসহ ক্লাবকে বলেছি, আমি যেতে চাই। আমি এটি তাকে পুরো বছরই বলেছি। আমার বিশ্বাস ছিল সময় হলেই সরে যেতে পারবো। আমি বিশ্বাস করি ক্লাবের আরও তরুণ ও নতুন খেলোয়াড় দরকার এবং আমি ভেবেছিলাম আমার বার্সেলোনা ক্যারিয়ার শেষ ছিল। ’

‘আমি খুবই দুঃখিত, কেননা আমি সবসময় বলে এসেছি এখানেই আমার ক্যারিয়ার শেষ করতে চাই। ’

তিনি আরও বলেন, ‘আমি প্রেসিডেন্টকে আমার চলে যাওয়ার কথা বলেছি, হ্যাঁ প্রেসিডেন্টও সবসময় বলেছেন, আমার থাকা বা চলে যাওয়ার সিদ্ধান্ত মৌসুম শেষে আমি নিতে পারবো। তবে দিন শেষে সে তার কথা রাখেননি। ’

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।