বার্সেলোনার ফুটবলার হিসেবে ক্যাম্প ন্যু’তে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন মিরালেম পিয়ানিচ। যেখানে তিনি লিওনেল মেসিকে ‘এলিয়েন’ (ভিনগ্রহের প্রাণী) হিসেবে আখ্যা দিয়ে জানিয়েছেন, তার সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা ও খেলতে পারাটা হবে অসাধারণ কিছু।
এই মৌসুমেই জুভেন্টাস থেকে ৬৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সায় পাড়ি দেন বসনিয়া এন্ড হার্জেগোভিনার এই মিডফিল্ডার। আর কাতালানদের হয়ে তিনি ৮ নাম্বার জার্সি গায়ে জড়াবেন।
বার্সায় যোগ দিয়ে সংবাদমাধ্যমকে পিয়ানিচ বলেন, ‘এখানে খেলতে পারাটা সম্মানের। এটা আমার স্বপ্নে ছিল। এখানে দারুণ সবকিছু হয়। এখানে আসতে পেরে আমি খুবই খুশি। আমি এমন এক ক্লাবে যোগ দিয়েছি যেটি সেরাদের সেরা এবং এটা আমার জন্য খুবই সম্মানের। ’
তিনি আরও বলেন, ‘যখন ড্রেসিংরুমে প্রবেশ করেছিলাম, আমি দেখলাম তাদের ইতিহাস, শিরোপাগুলো…এটা আমার জন্য দারুণ এক সুযোগ। এখানের সবাই গ্রেট খেলোয়াড় এবং আমি আশাকরি আমার অভিজ্ঞতা ও ফুটবল জ্ঞান ঢেলে দিতে পারবো। বার্সেলোনা আমার জন্য একটা মানদণ্ড ও ফুটবলেরও। ’
সাংবাদিকরা পরে মেসি সম্পর্কে পিয়ানিচের কাছে জানতে চাইলে তিনি জানান, তিনি থেকে যাওয়াতে খুবই খুশি হয়েছেন।
‘বাহির থেকে আমি চিন্তা করলেও, আমি কখনোই তাকে অন্য কোথাও কল্পনা করতে পারি না। সে খুবই বড় মাপের খেলোয়াড়। তাকে হাতছাড়া করাটা খুবই হতাশার, তবে এটা তারই ঘর। তাকে অন্য জার্সিতে দেখাটা আমার কাছে খুবই কঠিন হবে। ’
‘সে সর্বকালের সেরা খেলোয়াড় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যে, সে এখনও আমাদের সঙ্গে রয়েছেন। আমি তাকে লম্বা সময় ধরে চিনি না। আমি এর আগে টট্টি (ফ্রান্সিসকো), ক্রিস্টিয়ানোর (রোনালদো) সঙ্গে খেলেছি…এটা তাৎপর্যপূর্ণ যে তাদের মতো ফুটবলারদের আমি পাশে পেয়েছি। তারা খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং আমার কাছে তারা এক একটা উদাহরণ। আর মেসির মতো এলিয়েনের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করাটা হবে অসাধারণ কিছু। তবে পুরো দলটাই গুরুত্বপূর্ণ। -যোগ করেন পিয়ানিচ।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
এমএমএস