ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাজে হারে মৌসুম শুরু ম্যানইউর, জয় নিয়ে মাঠ ছাড়ল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
বাজে হারে মৌসুম শুরু ম্যানইউর, জয় নিয়ে মাঠ ছাড়ল আর্সেনাল বাজে হারে মৌসুম শুরু ম্যানইউর

ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২০-২১ মৌসুমের শুরুটা বাজে হলো ম্যানচেস্টার ইউনাইটেডের। ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে ওলে গুনার সুলশারের শিষ্যরা।

অপরদিকে দারুণ ছন্দে থাকা আর্সেনাল নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। এদিন ওয়েস্টহ্যাম কে ২-১ গোলে হারিয়েছে দলটি।

শনিবার ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ৭ মিনিটেই পিছিয়ে যায় ম্যানইউ। জেফ্রি স্কাল্পের ক্রস দুই ডিফেন্ডারের সামনে দিয়ে বেরিয়ে যাওয়ার পর অ্যান্ড্রোস টাউনসেন্ডের শট পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় ক্রিস্টালের। উইলফ্রেড জাহার সফল স্পট কিকে ফের লিড নেয় দলটি। আইয়ুর লব ভিক্তর লিনদেলোভের হাতে লাগলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ঘানার এই ফরোয়ার্ডের দুর্বল শট ফেরান দাভিদ দি হেয়া। কিন্তু ইউনাইটেড গোলরক্ষক আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে আসায় ফিরতি শটে গোল করেন জাহা।

৮০ তম মিনিটে ব্যবধান কমায় ইউনাইটেড। সতীর্থের ক্রস প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে লেগে ডি-বক্সে পেয়ে গোল করে বসেন এই মৌসুমেই আয়াক্স থেকে রেড ডেভিলসে যোগ দেওয়া দনি ফন দে বেক। তবে ৮৫তম মিনিটে লিনদেলোভের বাধা এড়িয়ে একটু এগিয়ে ডান পায়ের বুদ্ধিদ্বীপ্ত শটে স্কোরলাইন ৩-১ করেন জাহা। আর এতেই সুলশারের দলের হার নিশ্চিত হয়ে যায়।

এদিকে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে শেষ দিকের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। আলেকসঁদ লাকাজেত স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর সফরকারীদের সমতায় ফেরান আন্তোনিও। কিন্তু ৮৫ মিনিটে জয়সূচক গোলটি করেন এডি এনকেটিয়া। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়েছিল মিকেল আতের্তার শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।