২০২০/২১ মৌসুমের ইউরোপা লিগের ‘বি’ গ্রুপে পড়েছে এফএ কাপ চ্যাম্পিয়ন আর্সেনাল। গানারদের বাকি তিন সঙ্গী আয়ারল্যান্ডের ডানডল্ক, র্যাপিড ভিয়েনা এবং মোল্দে।
অন্যদিকে ‘জে’ গ্রুপে আরেক ইংলিশ ক্লাব টটেনহামের তিন প্রতিপক্ষ বুলগেরিয়ান চ্যাম্পিয়ন লুদোগোরেটস, এএসকে লিঞ্জ ও রয়্যাল অ্যান্টার্প। ‘এইচ’ গ্রুপে পড়েছে ইতালিয়ান জায়ান্ট এসি মিলান, স্কটিশ চ্যাম্পিয়ন সেল্টিক, লিলে এবং স্পার্তা প্রাগ।
আগস্টে চেলসিকে হারিয়ে রেকর্ড ১৪তম এফএ কাপ ঘরে তুলে ইউরোপা লিগের গ্রুপ পর্বের জন্য যোগ্যতা অর্জন করে আর্সেনাল। ২০১৯ সালে ইউরোপা লিগের ফাইনালে চেলসির বিপক্ষে শিরোপা স্বপ্ন বিসর্জন দিয়েছিল গানাররা।
ইউরোপা লিগের প্রথম তিন গ্রুপের ম্যাচ শুরু ২২ অক্টোবর।
ইউরোপা লিগ ড্র:
গ্রুপ-এ: রোমা, ইয়ং বয়েজ, ক্লুজ, সিএসকেএ সোফিয়া
গ্রুপ-বি: আর্সেনাল, র্যাপিড ভিয়েনা, মোল্দে, ডানডল্ক
গ্রুপ-সি: বেয়ার লেভারকুজেন, স্লাভিয়া প্রাগ, হাপোয়েল বিয়ার-শেভা, নিঁস
গ্রুপ-ডি: বেনফিকা, স্ট্যান্ডার্ড লিগে, রেঞ্জার্স, লিচ পোজনান
গ্রুপ-ই: পিএসভি আইন্দোফেন, পাওক থেসালোনিকি, গ্রানাদা, ওমোনিয়া
গ্রুপ-এফ: নাপোলি, রিয়াল সোসিয়েদাদ, এজেড আলকামার, রিজেকা
গ্রুপ-জি: ব্রাগা, লেস্টার সিটি, এইকে অ্যাথেন্স, জোর্যা লুহানস্ক
গ্রুপ-এইচ: সেল্টিক, স্পার্তা প্রাগ, এসি মিলান, লিলে
গ্রুপ-আই: ভিয়ারিয়াল, কারাবাগ, ম্যাকাবি তেল-আবিব, সিভাসপোর
গ্রুপ-জে: টটেনহাম, লুদোগোরেটস, এএসকে লিঞ্জ, রয়্যাল অ্যান্টার্প
গ্রুপ-কে: সিএসকেএ মস্কো, ডায়নামো জাগরেভ, ফেইনুর্দ, ভলসবার্গ
গ্রুপ-এল: গেন্ট, রেড স্টার বেলগ্রেদ, হফেনহেইম, স্লোভান লিভেরেক
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২০
ইউবি