চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে সিরি’আ লিগের ক্লাব লাৎসিওতে যোগ দিযেছেন আন্দ্রেস পেরেইরা। ২৪ বছর বয়সী মিডফিল্ডার ইতালিয়ান ক্লাবটিতে থাকবেন ২০২৪ সাল পযর্ন্ত।
এ নিয়ে তৃতীয়বারের মতো ওল্ড ট্রাফোর্ড ছেড়ে ধারে অন্য কোনো ক্লাবে খেলতে গেলেন বেলজিয়ান বংশোদ্ভূত ব্রাজিলিয়ান তারকা। এর আগে ধারে লা লিগায় গ্রানাদা ও ভ্যালেন্সিয়ার হয়ে খেলেছেন তিনি।
পেরেইরা ইউনাইটেডে যোগ দেন ২০১৪ সালে। তবে রেড ডেভিলদের স্কোয়াডে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি। তার মধ্যে গত জানুয়ারিতে পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ আসার পর ইউনাইটেডের হয়ে মাত্র এক ম্যাচে মূল একাদশে ছিলেন পেরেইরা। বদলি হিসেবে মাঠে নেমেছেন ৬ ম্যাচে।
চলতি মৌসুমের প্রথম তিন ম্যাচেও কোচ ওলে গানার সুলশার তাকে মাঠে নামাননি। পেরেইরাকে ধারে লাৎসিওতে পাঠানোর বিষয়ে ইউনাইটেড কোচ বলেন, ‘তার নিয়মিত খেলা প্রয়োজন। ’
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২০
ইউবি