২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল।
সাও পাওলোর মাঠে বলিভিয়াকে পাত্তাই দেয়নি ব্রাজিল।
তবে গোল না পেলেও ব্রাজিলের জার্সিতে ১০২তম ম্যাচ খেলতে নামা নেইমার দুটি অ্যাসিস্ট করে ঠিকই বড় ভূমিকা রেখেছেন। যদিও তিতের জন্য এর চেয়েও বড় সুসংবাদ হলো, নেইমার এখন পুরো ফিট। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেও পিঠের ইনজুরির কারণে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। কিন্তু মাঠে নামার পর সব শঙ্কা উধাও।
গত নভেম্বরে দক্ষিণ কোরিয়াকে ৩-০ গোলে হারানোর পর এই প্রথম মাঠে নেমেছিল ব্রাজিল। এরপর করোনা মহামারির কারণে দীর্ঘ বিরতি। বিশ্বকাপ বাছাইপর্বও চলতি বছরের মার্চ থেকে অক্টোবরে পিছিয়ে আসে। কিন্তু মাঠের খেলায় তিতের দলকে দেখে মোটেও মনে হয়নি যে ২০২০ সালে এটাই তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
প্রথম থেকেই দুর্দান্ত সব আক্রমণে বলিভিয়াকে পর্যুদস্ত করেছে ব্রাজিল। এমনকি শুরুর ৩ মিনিটের মধ্যে ২ গোলও পেয়ে যাতে পারতো স্বাগতিকরা। কিন্তু এভারটন এবং মার্কুইনহোস দুটি দারুণ সুযোগ নষ্ট করেন। তবে শুরুতে মিস করলেও ১৬তম মিনিটে ঠিকই দানিলোর ক্রস থেকে দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন মার্কুইনহোস।
গোল হজম করে ছন্নছাড়া হয়ে পড়া বলিভিয়ার রক্ষণের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে ব্রাজিল রীতিমত গোল উৎসব করেছে। ম্যাচের ৩০ মিনিটের মাথায় রেনান লোদির ক্রস প্রতিপক্ষের ডি-বক্সে পেয়ে লক্ষ্যভেদ করেন ফিরমিনো।
প্রথমার্ধ যেখানে শেষ হয়েছে, দ্বিতীয়ার্ধ সেখান থেকেই শুরু করে ব্রাজিল। বিরতির ৪ মিনিট পরেই নেইমারের বানিয়ে দেওয়া বলে নিজের দ্বিতীয় গোলের দেখা পান লিভারপুল স্ট্রাইকার ফিরমিনো।
পুরো ম্যাচে ব্রাজিল গোলরক্ষক ওয়েভারটনকে অনেকটা অনেকটা দর্শকের ভূমিকায় থাকতে হয়েছে। নিয়মিত গোলরক্ষক আলিসনের ইনজুরির কারণে সুযোগ পাওয়া ওয়াভারটনকে একবারই পরীক্ষার মুখে পড়তে হয়েছে। ৫০তম মিনিটে বলিভিয়ার ব্রুনো মিরান্দার উড়ে আসা শট ঠেকাতে অবশ্য একটা সমস্যা হয়নি তার।
৬৬তম মিনিটে নিজেদের জালে বড় জড়িয়ে দেন বলিভিয়ার হোসে কারাসকো। এরপর শেষ বাঁশি বাজার ১৭ মিনিট আগে নেইমারের ক্রস থেকে হেড করে বল জালে জড়িয়ে দেন বার্সার অ্যাটাকিং মিডফিল্ডার কুতিনহো।
আগামী বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৬টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল। একই দিন আর্জেন্টিনার মোকাবিলা করবে বলিভিয়া।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
এমএইচএম