ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফুটবল

মেসি বার্সাতেই সুখী, জানালেন কোম্যান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
মেসি বার্সাতেই সুখী, জানালেন কোম্যান মেসি ও কোম্যান

গত মৌসুমের ব্যর্থতা ভুলে আবারও নতুন অভিযানে নেমেছে বার্সেলোনা। কোচ রোনাল্ড কোম্যানের অধীনে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে কাতালানরা, প্রতিপক্ষ হাঙ্গেরির ফেরেন্সভারোস।

সেই ম্যাচের আগে ক্যাম্প ন্যুয়ের ডাচ কোচ জানিয়েছেন, দলের প্রাণভোমরা লিওনেল মেসির পারফরম্যান্স আগের চেয়ে ভালো হতে পারে। আর্জেন্টাইন ফরোয়ার্ড বার্সাতে ‘সুখী’ বলেও জানান তিনি।

নতুন মৌসুম শুরুর আগে এক ঝড় বয়ে গেছে বার্সার ওপর। ক্যাম্প ন্যু ছাড়তে চেয়েছিলেন মেসি। তবে সেই ‘নাটক’ মঞ্চায়িত হওয়ার সুযোগ হয়নি। আরেক মৌসুম কাতালোনিয়ায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ৩৩ বছর বয়সী তারকা।

চলতি মৌসুমের লা লিগাতেও কোম্যানের প্রধান অস্ত্র মেসি। শুরুতে দু’জনার মধ্যকার সম্পর্ক তেমন না জমলেও ধীরে ধীরে তা ঠিক পথে এগোচ্ছে। ফেরেন্সভারোসের বিপক্ষে ম্যাচের আগে কোম্যান বলেন, ‘তার (মেসি) চেষ্টা নিয়ে আমার কোনো অভিযোগ বা সন্দেহ নেই। এখন তার পারফরম্যান্স আরও ভালো হওয়ার দিকে। সে সুখী এবং খেলতে চায় ও দলের অধিনায়ক থাকতে চায়। ’ 

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।