ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

লঙ্কান প্রিমিয়ার লিগে থাকছেন না গেইল-মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
লঙ্কান প্রিমিয়ার লিগে থাকছেন না গেইল-মালিঙ্গা মালিঙ্গা ও গেইল

চলতি বছরের লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলবেন না ‘ক্যারিবিয়ান ঝড়’ ক্রিস গেইল এবং শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। ব্যক্তিগত কারণে এই দু’জন নিজেদের নাম প্রত্যাহার করেছেন।

 

গেইল এলপিএলে তার দল ক্যান্ডি টাস্কারর্সকে জানায়, চোটের কারণে তিনি শ্রীলঙ্কায় যেতে পারবেন না। অন্যদিকে টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে মালিঙ্গাও না খেলার কথা জানায়। প্রস্তুতির অভাবে খেলবেন না লঙ্কান পেসার।  

গেইলের না থাকার গুঞ্জনটা কয়েকদিন আগে থেকে শোনা যাচ্ছিল। তবে মালিঙ্কার বিষয়টা এলো বিষ্মরকরভাবে। বিশেষ করে, তিনি ছিলেন গলে গ্লাডিয়েটর্সের মারকুইয়ি খেলোয়াড়। আশা করা হচ্ছিল, তিনিই দলকে নেতৃত্ব দেবেন। গত মার্চের পর থেকে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি ৩৭ বছর বয়সী তারকা।  

এলপিএলে বৈশ্বিক ক্রিকেটারের ঘাটতিটা আরেকটু বাড়লো টি-টোয়েন্টির এই দুই অভিজ্ঞ তারকাকে না পাওয়ায়। তবে সেই ঘাটতি একটু হলেও পুষিয়ে দিচ্ছেন আন্দ্রে রাসেল। এই সপ্তাহেই শ্রীলঙ্কায় পৌঁছাবেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।  

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।