ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ফুটবল

ঘরের মাঠে রিয়ালকে হারের লজ্জা দিল আলাভেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
ঘরের মাঠে রিয়ালকে হারের লজ্জা দিল আলাভেস

পুরো ম্যাচেই অগোছালো ফুটবলের খেসারত দিল রিয়াল মাদ্রিদ। আর সুযোগ কাজে লাগিয়ে দারুণ জয় তুলে নিল আলাভেস।

এদিন ২-১ ব্যবধানে হেরেছে জিনেদিন জিদান শিষ্যরা।

শনিবার রাতে আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে আলাভেসের হয়ে একটি করে গোল করেন লুকাস পেরেস ও হোসেলু। আর শেষ দিকে ব্যবধান কমান কাসেমিরো।

এদিন খেলার পঞ্চম মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল। আলাভেসের ভিক্তর লাগুয়ারদিয়ার হেডে বল ডি-বক্সে ডিফেন্ডার নাচো ফের্নান্দেসের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেখান থেকে জোরালো স্পট কিকে গোলটি করেন পেরেস।

পিছিয়ে পড়েও ছন্নছাড়া ফুটবলই প্রদর্শন করছিল স্বাগতিকরা মাঝে রিয়াল শিবিরে আরও বড় ধাক্কা হয়ে আসে এডেন হ্যাজার্ডের চোট। পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন বেলজিয়ান ফরোয়ার্ড, বদলি নামেন রদ্রিগো।

প্রথমার্ধের শেষদিকে আক্রমণ বাড়ালেও গোলের দেখা পায়নি রিয়াল। ভালো কয়েকটি সুযোগও পেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সফল হয়নি।

দ্বিতীয়ার্ধে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার ভুলের সুযোগ কাজে লাগিয়ে ৪৯তম মিনিটে স্কোরলাইন ২-০ করে আলাভেস। রাফায়েল ভারানের ব্যাকপাস ভালোভাবেই নিয়ন্ত্রণে নিয়েছিলেন রিয়াল গোলরক্ষক, পাস দিতে পারতেন দুই পাশে দুই সেন্ট্রাল ডিফেন্ডারকে, তা না করে বাড়ান মাঝ বরাবর কাসেমিরোর উদ্দেশে। মাঝপথে বল ধরে বিন্দুমাত্র সময় নষ্ট না করে নিচু শটে গোলটি করেন হোসেলু।

শেষ ১০ মিনিটে একের পর এক আক্রমণ করতে থাকে প্রতিযোগিতার সফলতম দলটি। ৮৩তম মিনিটে দিয়াসের প্রচেষ্টা গোললাইন থেকে ফেরান ফ্লোরিয়াঁ লুজেন।

অবশেষে ম্যাচে ৮৬ মিনিটে একটি গোল শোধ করে রিয়াল। ভিনিসিউস জুনিয়রের শট গোলরক্ষক কোনোমতে ঠেকানোর পর আলগা বল খুব কাছ থেকে জালে ঠেলে দেন কাসেমিরো। কিন্তু পরবর্তীতে অনেক চেষ্টা করেও আর কোনো গোলের দেখা না পাওয়ায় হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

লিগে ১০ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল। আলাভেসের ১১ ম্যাচে পয়েন্ট ১৩। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল সোসিয়েদাদ। এক ম্যাচ কম খেলা অ্যাতলেটিকো মাদ্রিদ ২৩ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। তিন নম্বরে থাকা ভিয়ারিয়ালের ১০ ম্যাচে পয়েন্ট ১৯। আট ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে নেমে গেছে বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা্, নভেম্বর ২৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।