ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোর বিশ্বরেকর্ড, শেষ ষোলোয় ফ্রান্স-পর্তুগাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৬ ঘণ্টা, জুন ২৪, ২০২১
রোনালদোর বিশ্বরেকর্ড, শেষ ষোলোয় ফ্রান্স-পর্তুগাল

জোড়া গোল করে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের বিশ্ব রেকর্ড স্পর্শ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অধিনায়কের এমন স্মরণীয় ম্যাচে ফ্রান্সের সঙ্গে ড্র সত্ত্বেও শেষ ষোলোয় উঠেছে পর্তুগাল।

আর গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফরাসিরা।  

কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে বুধবার রাতে ‘এফ’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। রোনালদোর জোড়া গোলের জবাবে দুই অর্ধে সমান গোল করেছেন ফ্রান্সের করিম বেনজেমাও।

নকআউট পর্বে যেতে হলে কোনোভাবেই হারা চলবে না, এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে থাকা পর্তুগাল ৩০তম মিনিটেই এগিয়ে যায়। মৌতিনহোর ফ্রি-কিক ফ্রান্সের পেনাল্টি অঞ্চলে ঢুকলে হেড নিতে যান দানিলো। বলে মাথাও ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পেছন থেকে বল ঠেকাতে গিয়ে পর্তুগিজ মিডফিল্ডারের মুখে ঘুষি মেরে বসেন ফরাসি গোলরক্ষক হুগোব লরিস। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর তা থেকে লক্ষ্যভেদ করেন রোনালদো।

ম্যাচের শুরুতে দলকে এগিয়ে নেওয়া ওই গোলে নতুন এক ইতিহাস গড়েন রোনালদো। প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে ২০ গোলের মালিক হন তিনি। পরে তাতে যোগ হয় আরও একটি। এছাড়া শুধু ইউরোর ইতিহাসেও সর্বোচ্চ গোলের (১৪টি)  মালিক তিনি।  

এগিয়ে থাকার স্বস্তি অবশ্য দীর্ঘায়িত হয়নি পর্তুগালের। বিরতির ঠিক আগে বল দখলের লড়াই করতে গিয়ে নিজেদের বক্সে কিলিয়ান এমবাপ্পেকে ফেলে দেন সেমেদো। সঙ্গে সঙ্গে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু পর্তুগালের খেলোয়াড়রা রেফারির দিকে তেড়ে যান। পরে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত বহাল রাখা হয়। যদিও রিপ্লে দেখে সেমেদোকে নিরাপরাধ বলেই মনে হতে পারে। পরে পেনাল্টি শটে পর্তুগিজ গোলরক্ষক প্যাত্রিসিওকে পরাস্ত করেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান বেনজেমা। পল পগবার থ্রো বল প্রতিপক্ষের রক্ষণ উন্মুক্ত করে দিলে দৌড়ে গিয়ে রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার বুলেটগতির শট নেন। বল বাঁদিকের পোস্টে লেগে লাফিয়ে জালে ঢুকে যায়। যদিও প্রথমে অফসাইডের কারণে গোল বাতিল করা হয়, কিন্তু পরে ভিএআর দেখে গোলের সিদ্ধান্ত দেন রেফারি।  

পিছিয়ে পড়ার পর ফের পর্তুগাল পেনাল্টি উপহার পায়। লেফট উইং ধরে বক্সে ক্রস দেন রোনালদো। তার প্রথম প্রচেষ্টা ঠেকিয়ে দেন কুন্দে, কিন্তু বল পর্তুগিজ উইঙ্গারের কাছেই ফিরে আসে। তিনি আবারও ক্রস দেন এবং এবার ফরাসি ডিফেন্ডারের হাতে লাগে। সঙ্গে সঙ্গে পর্তুগাল পেনাল্টির দাবি জানায় এবং কিছুক্ষণ অপেক্ষার পর রেফারি তাদের দাবি মেনে নেন। এবারও প্রথমবারের মতোই গোলরক্ষককে পরাস্ত করেন রোনালদো এবং সেই সঙ্গে ছুঁয়ে ফেলেন ইরানি কিংবদন্তি আলী দায়ির গড়া সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের (১০৯ গোল) রেকর্ড।

৩ ম্যাচে ১ জয় ও ২ ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে ফ্রান্স। অন্যদিকে একই রাতে হাঙ্গেরির সঙ্গে ড্র করেও দ্বিতীয় স্থান নিয়ে শেষ ষোলোয় উঠেছে জার্মানি। অপরদিকে জার্মানির সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে পর্তুগাল। তবে ছয় গ্রুপের তিনে থাকা সেরা চার দলের একটি হিসেবে নকআউট পর্বে পা রেখেছে পর্তুগিজরাও।

বাংলাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, জুন ২৪, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।