ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পুলিশ এফসিকে হারিয়ে ফাইনালে বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
পুলিশ এফসিকে হারিয়ে ফাইনালে বসুন্ধরা কিংস ফাইনালে উঠে বসুন্ধরা কিংসের উল্লাস। ছবি: শোয়েব মিথুন

টানটান উত্তেজনার ম্যাচে পুলিশ এফসিকে হারিয়ে স্বাধীনতা কাপের ফাইনাল নিশ্চিত করল বসুন্ধরা কিংস। সেমিফাইনালের মূল সময়ে সমতা থাকার পর অতিরিক্ত সময়ে ইয়াসিন আরাফাতের গোলে ২-১ ব্যবধানে জিতে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আসরের দ্বিতীয় সেমিতে মুখোমুখি হয় দুদল।

এদিন ম্যাচে অষ্টম মিনিটে পুলিশ এগিয়ে যায় দানিলো অগাস্তো দে আজেভেদোর গোলে। ডান দিক থেকে আদিল কুসকুসের ফ্রি কিকে খালিদ শাফিইয়ের ঠিক পেছন থেকে লাফিয়ে উঠে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

খেলার ১৩তম মিনিটে কিংস শিবিরে দুঃসংবাদ আসে। চোট পেয়ে মাঠ ছাড়েন কোয়ার্টার-ফাইনালে জোড়া গোল করা ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন দে সিলভেইরা ফের্নান্দেস। তার বদলি নামেন আলমগীর কবির রানা।

২৯তম মিনিটে স্বস্তির সমতায় ফেরে বসুন্ধরা কিংস। বাইলাইনের একটু উপর থেকে মোহাম্মদ ইব্রাহিমের কাট ব্যকে ঠিকঠাক শট নিতে পারেননি ভ্রানিয়াস। ফের বল চলে যায় ইব্রাহিমের পায়ে। দূরূহ কোণ থেকে বাঁ পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার।

বিরতির পর ৫৩তম মিনিটে গোল বঞ্চিত হয় কিংস। রবিনিয়োর ফ্রি কিকে ইয়াসিন আরাফাতের হেড গোলরক্ষক মোহাম্মদ নেহাল ফিস্ট করার পর ইব্রাহিমের ফিরতি হেড গোললাইনে থাকা ডিফেন্ডার মোহাম্মদ রকির মাথায় লেগে প্রতিহত হয়।

ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকে।

ভ্রানিয়াস, ইব্রাহিম ও আতিকুর রহমান ফাহাদকে অতিরিক্ত সময়ে তুলে এলিটা কিংসলে, মাহবুবুর রহমান সুফিল ও বিশ্বনাথ ঘোষকে নামান কিংস কোচ। ১০৮তম মিনিটে রবিনিয়োর বুলেট গতির শট ফিস্ট করে ফেরান পুলিশের নেহাল। একটু পর বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা আল আমিনের শট দ্রুত ছুটে গিয়ে ফিরিয়ে কিংসকে ম্যাচে রাখেন গোলরক্ষক জিকো। একটু এদিক-ওদিক হলেই জালে জড়াত বল।

অবশেষে ১১৮তম মিনিটে রবিনিয়োর কর্নারে সুফিলের হেডের পর নিখুঁত টোকায় জালে বল জড়িয়ে দেন ইয়াসিন। জার্সি খুলে বিজয় উদযাপন করে হলুদ কার্ড দেখেন এই ডিফেন্ডার। তাতে তাদের উল্লাসে একটুও ভাটা পড়েনি। এই গোলেই যে প্রথমবারের মতো স্বাধীনতা কাপে খেলতে এসে উড়তে থাকা পুলিশকে হতাশ করে মুকুট ধরে রাখার শেষ ধাপে ওঠে কিংস।

এর আগে প্রথম সেমিফাইনালে দেনিয়েল কলিন্দ্রেস ও নাবীব নেওয়াজ জীবনের দারুণ নৈপুণ্যে স্বাধীনতা কাপের ফাইনালে ওঠে আবাহনী লিমিটেড। সাইফ স্পোর্টিংকে ২-০ গোলে হারিয়েছে মারিও লেমোসের দল।

আগামী শনিবার ফাইনালে আবাহনী মুখোমুখি হবে কিংসের।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।