ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কোয়ার্টার ফাইনালে সহজ প্রতিপক্ষ পেল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
কোয়ার্টার ফাইনালে সহজ প্রতিপক্ষ পেল বার্সেলোনা

উয়েফা ইউরোপা লিগের শেষ আটে সহজ প্রতিপক্ষ পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হবে কাতালানরা।

শেষ ষোলোতে গালাতাসারাইকে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে হারিয়েছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত শেষ আটের এই ড্র'তে  ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যাম পেয়েছে ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক লিওনকে। এই দুই দলের বিজয়ীর সঙ্গে সেমিফাইনালে খেলবে বার্সেলোনা ও ফ্রাঙ্কফুর্টেরর মধ্যকার জয়ী দল।

আরেক জার্মান ক্লাব লেইপজিগ খেলবে ইতালিয়ান ক্লাব আতালান্তার বিপক্ষে। স্কটিশ ক্লাব রেঞ্জার্সের প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব ব্রাগা। দুই ম্যাচের দুই বিজয়ী দল লড়বে সেমিফাইনালে।

শেষ আটের প্রথম লেগ ৮ এপ্রিল এবং ফিরতি লেগ ১৫ এপ্রিল। সেমিফাইনালের প্রথম লেগ ২৯ এপ্রিল এবং ফিরতি লেগ ৬ই মে। ইউরোপা লিগের গ্রান্ড ফাইনাল ১৯ মে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।