ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফুটবল

না ফেরার দেশে জার্মান ফুটবল গ্রেট উয়ি সিলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
না ফেরার দেশে জার্মান ফুটবল গ্রেট উয়ি সিলার

জার্মানির কিংবদন্তি ফুটবলার উয়ি সিলার আর নেই। শুক্রবার (২২ জুলাই) এক বিবৃতিতে তৎকালীন পশ্চিম জার্মানির হয়ে চারটি বিশ্বকাপে খেলা সাবেক এই স্ট্রাইকারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ক্লাব হামবুর্গ।

 

সিলারের ক্লাব ক্যারিয়ারের পুরো সময়ই কাটে হামবুর্গে। ক্লাবটির হয়ে ১৯৫৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ৫৮০ ম‍্যাচে ৪৯০ গোল করেন তিনি। এছাড়া জাতীয় দলের জার্সিতে ৭২ ম্যাচ খেলে তিনি করেন ৪৩টি গোল।

জাতীয় দলের হয়ে ৪০ ম্যাচে অধিনায়কত্ব করেন সিলার। ১৯৬৬ সালে ইংল‍্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া বিশ্বকাপ ফাইনালেও দলের নেতৃত্বে ছিলেন এই স্ট্রাইকার। ২০০৪ সালে ফিফার ১২৫ জীবিত সেরা ফুটবলারদের তালিকায় তাকে রেখেছিলেন পেলে।

ক্যারিয়ারে তিনবার জার্মানির সেরা ফুটবলার নির্বাচিত হন সিলার। এছাড়া ১৯৬০ সারে ব্যালন ডি’অরে সেরার তালিকায় শীর্ষ তিনে ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।