ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সাফে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
সাফে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

আগামী ৬ থেকে ১৯ সেপ্টেম্বর নেপালে বসবে সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের আসর। মোট ৭টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে।

এই টুর্নামেন্টের ড্র হয়ে গেলো আজ (৩০ জুলাই) শনিবার। ড্র ভাগ্যে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে জায়গা হয়েছে বাংলাদেশের।

ফিফা থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় শেষ মুহূর্তে যুক্ত হয়েছে পাকিস্তানের নাম। এ' গ্রুপে বাংলাদেশে মেয়েরা খেলবে ভারত, মালদ্বীপ ও পাকিস্তানের বিপক্ষে। 'বি' গ্রুপে আছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। দুই গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে উঠবে। সেমিতে জেতা দুই দল খেলবে ফাইনালে।

আজ (শনিবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে এই ড্র অনুষ্ঠান হয়েছে সাফের পরিচালনায়। এই টুর্নামেন্টে এমনিতে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। এবার নিয়ে ষষ্ঠ আসর খেলতে যাচ্ছে তারা।

একই সঙ্গে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ড্রও হয়েছে। শ্রীলঙ্কার কলোম্বোতে আগামী আগামী ৫ থেকে ১৪ সেপ্টেম্বর হবে প্রতিযোগিতাটি। এ' গ্রুপে বাংলাদেশের বিপক্ষে খেলবে মালদ্বীপ ও শ্রীলংকা। বি গ্রুপে ভারতের সঙ্গী নেপাল ও ভুটান।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।