ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

ম্যাচ ভেন্যুতে অনুশীলন করলেন সাবিনা-আঁখিরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৯, সেপ্টেম্বর ৫, ২০২২
ম্যাচ ভেন্যুতে অনুশীলন করলেন সাবিনা-আঁখিরা


সাফ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বর্তমানে নেপালে অবস্থান করছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ৭ সেপ্টেম্বর মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফের মিশন শুরু করবে বাংলাদেশ।

ম্যাচের আগে আজ ম্যাচ ভেন্যু পরিদর্শনে গিয়েছিল বাংলাদেশ দল। সেখানেই আজ (৫ সেপ্টেম্বর) নিজেদের অনুশীলন করেন সাবিনা-আঁখি খাতুনরা।  

স্থানীয় সময় সোয়া তিনটা থেকে দুই ঘণ্টা কাঠমুন্ডুর আর্মড পুলিশ ফোর্সের মাঠে অনুশীলন করেন তারা। এছাড়াও আজ অনুশীলন শেষে সুইমিং করেন নারী ফুটবলাররা।

এবারের আসরে দল নিয়ে আশাবাদী ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আজ আমাদের ম্যানেজার্স মিটিং ছিল। আমরা মিটিং শেষে ম্যাচ ভেন্যু দেখতে এসেছিলাম। এখানেই আজ অনুশীলন করেছি। ’

‘দলের সকলেই সুস্থ আছেন। মানসিক ভাবে মেয়েরা চাঙ্গা আছে। এবারের আসরে ভালো কিছুর প্রত্যাশায়ই আছি আমরা। ’

আগামীকাল বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল সকাল ১০ টায় কাঠমুন্ডুর আর্মি হেডকোয়ার্টার মাঠে অনুশীলন করবে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।