ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

সাফজয়ী মেয়েদের সংবর্ধনা আয়োজনে বাফুফের সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর বৈঠক 

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
সাফজয়ী মেয়েদের সংবর্ধনা আয়োজনে বাফুফের সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর বৈঠক 

নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ জয় করে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের মেয়েরা। তাদের কিভাবে বরণ করে নেওয়া হবে এই নিয়ে চলছে ব্যপক আলোচনা।

 

বসে নেই দেশের ক্রীড়া বিষয়ক নীতি নির্ধারনী সংস্থাগুলোও। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বৈঠকে বসছেন বাংলদেশ ফুটবল ফেডারেশনের কর্তাদের সঙ্গে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।  

বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ। তিনি মুঠোফোনে বলেন, 'সংবর্ধনা কিভাবে দেওয়া হবে, আয়োজনের প্রস্তুতি এসব নিয়ে বাফুফের সঙ্গে বৈঠক করছেন প্রতিমন্ত্রী। সেখানেই চূড়ান্ত হবে সব। '

গতকাল সোমবার কাঠমান্ডুতে নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। আগামীকাল বুধবার দেশে ফিরবেন সাবিনা-সানজিদারা।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।