ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এটা বিশ্বকাপ, সবার স্বপ্ন : আর্জেন্টিনা কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
এটা বিশ্বকাপ, সবার স্বপ্ন : আর্জেন্টিনা কোচ

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। মাস দুয়েক পর কাতারে শুরু হবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই টুর্নামেন্ট।

এবার অন্যতম ফেভারিট হিসেবে বিশ্বকাপ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। গত কোপা আমেরিকা জয়ের পর থেকে অবিশ্বাস্য ছন্দে রয়েছে তারা।

জাতীয় দলগুলোর এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শনিবার বাংলাদেশ সময় ভোরে হন্ডুরাসের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা, এর আগে বিশ্বকাপ দল নিয়ে কথা বলেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। তিনি বলছেন, বিশ্বকাপ সবার জন্যই স্বপ্নের ব্যাপার। মাঠে ফুটবলারদের এটা নিয়ে ভাবলে চলবে না।

স্ক্যালোনি বলেন, ‘মাঠে গিয়ে ফুটবলাররা এমন কিছু ভাবে না যেটা খেলার অংশ না। যেটা আসছে (বিশ্বকাপ), তার জন্য আপনাকে নার্ভাসনেস সরিয়ে ফেলতে হবে। এটা বিশ্বকাপ, সবার স্বপ্ন। খেলায় তাদের এটা ভাবলে চলবে না আমি আঘাত পাবো কি না। ’

‘বিশ্বকাপে ভালো অবস্থায় যেতে হলে প্রতিটা ফুটবলারের তাদের ক্লাবে মিনিট পেতে হবে। যখন বিশ্বকাপের স্কোয়াড দেওয়ার সময় আসবে, আমরা দেখবো প্রতিটা ফুটবলার কেমন করছে। এখন এটা বলা অপ্রয়োজনীয় যে কয়জন ডিফেন্ডার, মিডফিল্ডার, ফরোয়ার্ড আমরা নিয়ে যাবো। ’

হন্ডুরাসের বিপক্ষে লিওনেল মেসির খেলা নিয়ে স্ক্যালোনি বলেছেন, ‘আমার দিক থেকে, সে সবসময় খেলবে। সে খেলবে এবং পুরোটা সময় মাঠে থাকবে। ’

‘সবার চেয়ে মেসির ব্যাপারটা আলাদা, মনে করি না বলার প্রয়োজন আছে। সে খুশি এবং ভালো আছে। দলও একটা ধাপ এগিয়েছে। আমি মেসির সঙ্গে কথা বলেছি, সে সবসময়ই খেলতে চায়। ’

বাংলাদেশ সময় : ১০০৭, সেপ্টেম্বর ২৩, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।