বিশ্বকাপ শুরুর আর কেবল দুই সপ্তাহ বাকি। অথচ এখনও থামেনি এই টুর্নামেন্ট নিয়ে বিতর্ক।
পুরো বিশ্ব থেকে প্রায় ১২ লাখ মানুষ কাতারে হাজির হবেন বিশ্বকাপ দেখতে। কঠোর সমালোচনার পরও অবশ্য নিজেদের নিয়ম থেকে সরে আসছে না কাতার। তারা বলছে, দেশের নিয়ম মেনেই খেলা দেখতে হবে।
কাতারের সাবেক ফুটবলার ও বিশ্বকাপের শুভেচ্ছা দূত খালিদ সালমান এ নিয়ে বলেছেন, ‘আমাদের নিয়ম তাদের মেনে নিতে হবে। সমকামীতা হারাম। আপনি জানেন হারাম মানে কী? আমি খুব ভালো মুসলমান না কিন্তু কেন এটা হারাম? কারণ এটা মস্তিস্কের বিকৃতি। ’
কাতার বিশ্বকাপ নিয়ে বিতর্ক উসকে দিয়েছেন ফিফার সাবেক সভাপতি সেফ ব্লাটার। কাতারকে বিশ্বকাপের স্বাগতিক করা ভুল ছিল বলে মনে করেন তিনি। ২০১০ সালে কাতারকে স্বাগতিক ঘোষণা করার সময় ফিফার সভাপতি ছিলেন তিনি। তার আমলের কার্যনির্বাহী কমিটির সভার ভোটাভুটিতে স্বাগতিক নির্ধারিত হয়। ব্লাটারের দাবি, কাতারের পক্ষে ভোট দেননি তিনি।
সুইস পত্রিকা টেগাস আনজিগেরকে দেওয়া সাক্ষাৎকারে ব্লাটার বলেছেন, ‘ওই সময় আমরা এই ব্যাপারে সম্মতিতে পৌঁছেছিলাম রাশিয়ায় ২০১৮ ও যুক্তরাষ্ট্রে ২০২২ বিশ্বকাপ আয়োজন করা হবে। এটা শান্তির প্রতি ইঙ্গিত হতো দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে পরপর বিশ্বকাপ আয়োজন করতে দেওয়া। কাতার খুব ছোট দেশ। ফুটবল ও বিশ্বকাপ তাদের জন্য অনেক বড় হয়ে যায়। ’
‘এখন বিশ্বকাপ আসন্ন। আমি খুশি যে কিছু প্রত্যাশা থাকলেও কোন ফুটবলারই বিশ্বকাপ বয়কট করছে না। আমার কাছে এটা পরিষ্কার- কাতারকে স্বাগতিক করা ভুল ছিল। পছন্দটা খারাপ ছিল। ’
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
এমএইচবি