আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামার আগেই ইতিহাসের খুব কাছাকাছি ছিলেন মোস্তাফিজুর রহমান। ম্যাচ চলাকালেই ছুঁয়ে ফেললেন এক অনন্য মাইলফলক।
এতদিন পর্যন্ত এ রেকর্ড ছিল নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার টিম সাউদির দখলে। অবসরে যাওয়ার আগে ১২৬ টি-টোয়েন্টিতে ২৭৫৩টি বল করে ১১৩৮টি ডট দেন তিনি। শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার সময় সাউদির থেকে মাত্র তিন ডট পেছনে ছিলেন মোস্তাফিজ।
শারজায় সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত বোলিং করে ৭টি ডট দেন মোস্তাফিজ। আর তাতেই ছাড়িয়ে যান সাউদিকে, বিশ্বের সর্বোচ্চ ডট বলের রেকর্ড এখন মোস্তাফিজের দখলে। কম ম্যাচ ও কম বল খেলে এমন কৃতিত্ব অর্জন করলেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
এখন পর্যন্ত ১২০ ইনিংসে ২৬১৬টি বল করে মোস্তাফিজের ডট সংখ্যা ১১৪২। এই পরিসংখ্যানেই তিনি উঠে এসেছেন টি-টোয়েন্টি ইতিহাসের শীর্ষে।
তবে উইকেটসংখ্যায় এখনো কিছুটা পিছিয়ে আছেন ফিজ। ১৫২ উইকেট নিয়ে বর্তমানে তৃতীয় স্থানে আছেন তিনি। তার উপরে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান (১৭৯ উইকেট) ও নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৫ উইকেট)। সাউদিকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যেতে এখন মাত্র ১৩ উইকেট দরকার মোস্তাফিজের।
এফবি/এমএইচএম