আবারও বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়ারল্যান্ড-বাংলাদেশ সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে।
বিসিবি জানিয়েছে, আগামী ৬ নভেম্বর ঢাকায় পৌঁছাবে আয়ারল্যান্ড দল। এরপর ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এটি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ। এর আগে দুটি দল দীর্ঘতম সংস্করণে মুখোমুখি হয়েছিল একবারই। ২০২৩ সালের এপ্রিল মাসে মিরপুরে। যেখানে বাংলাদেশ সাত উইকেটে জয় পেয়েছিল।
দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে যথাক্রমে ২৭ নভেম্বর, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি বাংলাদেশের ২০২৫ মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজ, যেখানে নতুন টেস্ট চ্যালেঞ্জের পাশাপাশি টি-টোয়েন্টি দলের প্রস্তুতিও মূল্যায়ন করা হবে।
এফবি/