ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

আফগানদের উড়িয়ে র‍্যাংকিংয়ে বিশাল লাফ নাসুম-সাইফের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, অক্টোবর ৮, ২০২৫
আফগানদের উড়িয়ে র‍্যাংকিংয়ে বিশাল লাফ নাসুম-সাইফের নাসুম ও সাইফ/সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ধবলধোলাই করার পুরস্কার পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির সাপ্তাহিক র‍্যাংকিং হালনাগাদে বড় ধরনের সুখবর পেয়েছেন নাসুম আহমেদ, সাইফ হাসান, শরীফুল ইসলামসহ একাধিক তারকা।

নাসুম ও সাইফ নিজ নিজ বিভাগে ক্যারিয়ারসেরা র‍্যাংকিং অর্জন করেছেন।

সিরিজে ৫ উইকেট শিকার করে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া স্পিনার নাসুম আহমেদ বোলারদের র‍্যাংকিংয়ে ৮৭ ধাপ লাফ দিয়েছেন। তার নতুন অবস্থান এখন ৪৪তম, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ। উন্নতি হয়েছে সতীর্থ পেসার তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলামেরও।  

বাঁহাতি পেসার শরিফুল ২১ ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের রস্টন চেজের সঙ্গে যৌথভাবে ৪৯তম স্থানে উঠে এসেছেন। অন্যদিকে, তানজিম সাকিব ৯ ধাপ এগিয়ে এখন ৩৩ নম্বরে অবস্থান করছেন।  

বাংলাদেশি বোলারদের মধ্যে শীর্ষে থাকা মোস্তাফিজুর রহমানের অবস্থান ১২তম। বোলারদের র‍্যাংকিংয়ের চূড়ায় আছেন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী এবং ৬ ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন আফগান তারকা রশিদ খান।

ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সাইফ হাসান। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অপরাজিত ৬৪ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচসেরা হওয়া এই ব্যাটার র‍্যাংকিংয়ে এগিয়েছেন ১৭ ধাপ। এর মাধ্যমে তিনি প্রথমবারের মতো সেরা বিশে জায়গা করে নিয়েছেন। তার বর্তমান অবস্থান ১৮তম, যা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।

ব্যাটারদের তালিকায় আরও উন্নতি করেছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেন। তানজিদ ৬ ধাপ এগিয়ে ৩৭তম, ইমন ১৮ ধাপ এগিয়ে ৫৩তম এবং শামীম ৮ ধাপ এগিয়ে ৯১তম স্থানে উঠে এসেছেন। ব্যাটারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা। অন্যদিকে, ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ ১৩ ধাপ এগিয়ে সেরা দশে (১০ম) প্রবেশ করেছেন।

অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে রয়েছেন পাকিস্তানের সাইম আইয়ুব।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।