ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

উদ্যমেই মূল পার্থক্য দেখছেন নাসির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৩
উদ্যমেই মূল পার্থক্য দেখছেন নাসির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসছে নতুন বছরে বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সময়। মাঝে দুই মাস কোনো আন্তর্জাতিক স‍ূচি না থাকায় প্রস্তুতি নিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ আয়োজন করে দেশের ক্রিকেট বোর্ড বিসিবি।

নাসির হোসেনের এ দলের কাছে তিনটি ম্যাচই হেরেছে মুশফিকুর রহিমের জাতীয় দল। পূর্ণ উদ্যমই এমন জয়ের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছে মনে করেন নাসির।

এ দলের সঙ্গে খেলা বলেই জাতীয় দল একটু আলগাভাবে খেলেছে মনে করেন এ দলের অধিনায়ক,‘যারা জাতীয় দলে খেলেছে তারা একটু রিল্যাক্স থেকে খেলেছেন। তাদের প্রতিপক্ষ এ দল। তাই পুরো উদ্যমের সঙ্গে তারা খেলেননি। আর আমরা শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। পুরো উদ্যমের সঙ্গে খেলেছি। । লক্ষ্য ছিল জাতীয় দলকে হারানো। ’

দ্বিতীয় ম্যাচে অলরাউন্ডিং পারফরমেন্স করে দলকে জেতান এই আন্তর্জাতিক ক্রিকেটার। তবে সিরিজ জয়ে পুরো কৃতিত্ব দিলেন সতীর্থদের,‘অধিনায়কত্বের চেয়ে বেশি অবদান রেখেছে খেলোয়াড়রা। আমি আমার মতো চেষ্টা করেছি কিভাবে মাঠটা চলানো যায়। মূলত পারফম করেছে তো খেলোয়াড়রা। ’

এই ম্যাচে ওপেনারের ভূমিকায় দেখা গেল মিডল অর্ডারের মমিনুল হককে। খেললেনও অসাধারণ ইনিংস। ২৩ বলে ৫৫ রান আসে তার ব্যাট থেকে। মমিনুলকে নতুন ব্যাটিং অর্ডারে রাখা নিয়ে নাসির বলেন,‘মমিনুল ওপেনিং করেছে আসলে এটা উপর থেকে নির্দেশ ছিল। সাথে মার্শালও ছিল। গত দুই ম্যাচে মনে হয় না মার্শাল বেশি ব্যাট করার সুযোগ পেয়েছে। ’

জাতীয় দলের পারফরমেন্স নিয়ে নাসিরের মূল্যায়ন,‘ওরা ফিনিশিং ভালো করেছে। মাঝখানে হয়তো ওদের দু-তিনটি উইকেট পড়ে গিয়েছে। এক সময় মনে করেছি জাতীয় দল ২১৫-২০ পার হয়ে যাবে। আবার এক সময় মনে হলো না ওদের ১৬০ রানের মধ্যে রাখা যাবে। ’

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ১৪ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।